Amazon Great Republic Day Sale 2025: সবচেয়ে দামি ফোনে পান ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। অ্যামাজন নিয়ে আসতে চলেছে গ্রেট রিপাবলিক ডে সেল 2025! এই সেল শুরু হতে চলেছে আগামী ১৩ জানুয়ারি। ওই দিন দুপুর ১২টা থেকে সেল লাইভ হবে।
সেল উপলক্ষ্যে আপনি স্মার্টফোন ছাড়াও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটে পেয়ে যান দুর্দান্ত ছাড়। প্রাইম মেম্বারদের জন্য এই সেল আগের দিন মধ্যরাত থেকেই শুরু হবে। অর্থাৎ বরাবরের মতো এবারও প্রাইম মেম্বাররাই প্রথম সেলের সুবিধা পেতে চলেছেন।
সেল উপলক্ষ্যে ক্রেতারা পাবেন ব্যাঙ্ক অফার, ক্যাশব্যাক এবং ফ্ল্যাট ডিসকাউন্টের মত একাধিক সেরা সুযোগ। স্মার্টফোন ছাড়াও সেলের অন্যান্য একাধিক প্রোডাক্টে থাকবে দারুণ ডিসকাউন্ট। সেল চলাকালীন আপনি খুব সস্তায় স্মার্টফোন কেনার সুযোগ পাবেন।
OnePlus 13 এবং OnePlus 13R এর উপর থাকবে বড়সড় ছাড়। এছাড়াও, আপনি iQOO মডেলের উপর পাবেন আকর্ষণীয় ছাড়। iQOO 13 ছাড়াও, iQOO Neo 9 Pro এবং iQOO Neo 12 মডেলও সস্তায় কিনতে পারবেন ক্রেতারা। পাশাপাশি, iQOO Z9 সিরিজও Amazon সেলে সস্তায় পাওয়া যাবে।
এছাড়াও আপনি কিছু সেরা ফ্ল্যাগশিপ ফোন যেমন Motorola Razr 50 Ultra, Tecno Phantom V Fold 5G এবং Vivo X200 Pro এর পাশাপাশি Samsung Galaxy S23 Ultra এবং আরও অনেক ফোন সস্তা দামে পেতে চলেছেন। শুধু তাই নয়, এই সেলে আপনি আরও সস্তায় বাজেট ফোন কেনার সুযোগ পাবেন।
Samsung, Redmi, Poco Air, Realme বাজেট ফোনের উপরেও থাকছে বাম্পার ডিসকাউন্ট। Amazon গ্রেট রিপাবলিক ডে সেল ১৩ জানুয়ারি থেকে থেকে শুরু হবে এবং চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত।