/indian-express-bangla/media/media_files/2025/05/08/w8bJBgiq1gYJ6etUJQ9c.jpg)
Redmi Note 13 Pro: দুর্দান্ত ডিসকাউন্ট ও অফার
Redmi Note 13 Pro: ১৫ হাজারেরও কম দামে কিনুন ২০০MP ক্যামেরার দুর্দান্ত ফিচারের এই নজরকাড়া স্মার্টফোন। Redmi Note 13 Pro তে এখন পান হাজার হাজার ডিসকাউন্ট। বর্তমানে অ্যামাজনে চলছে গ্রেট সামার সেল। এই সেল চলাকালীন আপনি Redmi Note 13 Pro-তে পাবেন বড়সড় ছাড়। এই রেডমি স্মার্টফোনটিতে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ রয়েছে। স্মার্টফোনটি মাত্র ১৫,০০০ টাকায় কেনার সুযোগ পাবেন।
বাম্পার অফারে তোলপাড়! মাদার্স ডে উপলক্ষ্যে সেরার সেরা প্ল্যানে নিজেকে ফের নম্বর ওয়ান প্রমাণের লড়াইয়ে মরিয়া BSNL
Redmi Note 13 Pro: দুর্দান্ত ডিসকাউন্ট ও অফার
Redmi Note 13 Pro-এর ২৫৬GB স্টোরেজ ভেরিয়েন্ট বর্তমানে Amazon-এ লিস্টেড রয়েছে ৩০,৯৯৯ টাকা দামে। তবে সেল চলাকালীন Amazon এই রেডমি স্মার্টফোনের উপর দিচ্ছে ৩৬% ফ্ল্যাট ডিসকাউন্ট। যার ফলে মাত্র ১৯,৮৩২ টাকায় রেডমির এই স্মার্টফোনটি কেনার সুযোগ পাবেন গ্রাহকরা।
অতিরিক্ত সাশ্রয়:
৯৯১ টাকার ক্যাশব্যাক (নির্বাচিত কার্ডে)
এক্সচেঞ্জ অফার: আপনার পুরনো ফোন যদি এক্সচেঞ্জ করেন তাহলে আপনি পেয়ে যেতে পারেন ১৮,৬০০ টাকা পর্যন্ত ছাড়।
EMI অপশন: মাত্র ৯৭১ টাকার মাসিক কিস্তিতে রেডমির স্মার্টফোনটি কিনতে পারেন।
যদি আপনি আপনার পুরনো মডেল এক্সচেঞ্জে ৫,০০০ টাকা ছাড় পান তাহলে তাহলে আপনি Redmi Note 13 Pro কিনতে পারেন মাত্র ১৪,৮৩২ টাকায়!
৭,০০০mAh ব্যাটারি, দুর্দান্ত ডিসপ্লে, বাজার কাঁপিয়ে আসছে এই পাওয়ারফুল স্মার্টফোন
Redmi Note 13 Pro: স্পেসিফিকেশন এক নজরে
ডিজাইন: গ্লাস ফ্রেম ও গ্লাস ব্যাক প্যানেল
ডিসপ্লে: ৬.৬৭ ইঞ্চি AMOLED, ১২০Hz রিফ্রেশ রেট, ১৮০০ নিট ব্রাইটনেস
প্রটেকশন: Corning Gorilla Glass Victus
অপারেটিং সিস্টেম: Android 13
প্রসেসর: Qualcomm Snapdragon 7s Gen 2
RAM/Storage: ১২GB পর্যন্ত RAM, ৫১২GB পর্যন্ত স্টোরেজ
রিয়ার ক্যামেরা: ২০০MP + ৮MP + ২MP ট্রিপল ক্যামের
ফ্রন্ট ক্যামেরা: ১৬MP সেলফি ক্যামেরা
ব্যাটারি: ৫১০০mAh, ৬৭W ফাস্ট চার্জিং