/indian-express-bangla/media/media_files/2025/05/08/XzitIVXuUAg01Hu7OYBS.jpg)
শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে iQOO Neo 10
iqoo neo 10: পাওয়ারফুল ব্যাটারি এবং দুর্দান্ত পারফরম্যান্স! শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে iQOO Neo 10। কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এই স্মার্টফোনে থাকবে ৭,০০০mAh এক্সট্রা পাওয়ারফুল ব্যাটারি এবং Snapdragon 8s Gen 4 প্রসেসর। ইতিমধ্যেই ফোনটি Amazon India-তে লিস্টেড হয়েছে, এবং অফিশিয়াল টিজারে সামনে এসেছে নয়ে স্মার্টফোনের ডিজাইন।
iQOO শীঘ্রই ভারতে লঞ্চ করতে চলেছে ব্র্যান্ডের বহু প্রতীক্ষিত Neo 10 । iQOO-এর এই ফোনটিতে থাকবে ৭০০০mAh এর শক্তিশালী ব্যাটারি। এই এর আগে, কোম্পানি ভারতীয় বাজারে iQOO Neo 10R লঞ্চ করেছে।
গরমে এবার 'উপহারের ডালি' নিয়ে হাজির মুকেশ আম্বানি! 'দারুণ' অফারে অর্ধেক দামে কিনুন হচ্ছে নতুন এসি
iQOO ইন্ডিয়া তাদের অফিসিয়াল X হ্যান্ডেলের মাধ্যমে ভারতে এই ফোনটি লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। কোম্পানিটি এখনও এই ফোনের লঞ্চের তারিখ প্রকাশ করেনি, তবে তাদের পোস্টে কোম্পানি জানিয়েছে যে ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে।
আশা করা হচ্ছে যে নয়া এই স্মার্টফোনটি চলতি মাসেই ভারতে লঞ্চ হবে। এর পাশাপাশি, iQOO তাদের পোস্টে এই ফোনের ডিজাইনের কথাও তুলে ধরেছে। এর ব্যাক প্যানেলে ডুয়াল টোন ডিজাইন দেওয়া যেতে পারে। এতে কমলা এবং সাদা রঙের সংমিশ্রণ দেখা যায়। এছাড়াও, ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে।
এসি কেনার প্ল্যানিং করছেন? হাজার হাজার টাকার 'হিডেন কস্ট' সম্পর্কে জানেন তো?
iQOO Neo 10 তে থাকতে পারে Qualcomm Snapdragon 8s Gen 4 চিপসেট। এছাড়াও, ফোনটিতে ১২ জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম থাকতে পারে। ফোনটিতে ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারন্যাল স্টোরেজও থাকতে পারে। iQOO Neo 10-তে 6.78-ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে।
From fast… to Neo fast. 🚀
— iQOO India (@IqooInd) May 5, 2025
Introducing the all-new #iQOONeo10 — where speed meets supremacy, seamlessly blending the power you need for work and the performance you crave for gaming.
Fuel your passion, conquer your goals, and rise with the #PowerToWin.#iQOONeo10#PowerToWin… pic.twitter.com/apBQhNgZot
ফোনের ডিসপ্লটি ১৪৪Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলেই আশা। এছাড়াও, ফোনটিতে ৭০০০ এমএএইচ ব্যাটারির সাথে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া যেতে পারে। এই iQOO ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে একটি ৫০ এমপি প্রাইমারি এবং ৮ এমপি সেকেন্ডারি ক্যামেরা থাকবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এই ফোনটি ৩৫,০০০ টাকার মধ্যে লঞ্চ হতে পারে।
গরমে 'হাইটেক কুলিং' পেতে ভরসা পোর্টেবেল AC, 'প্লাগ ইনে'ই মিলবে দুর্দান্ত শীতলতা!
এক নজরে দেখে নেওয়া যাক iQOO Neo 10: সম্ভাব্য স্পেসিফিকেশন (Expected Specifications)
🔹 ডিসপ্লে: 6.78-ইঞ্চি FHD+ AMOLED
🔹 রিফ্রেশ রেট: 144Hz হাই রিফ্রেশ রেট
🔹 প্রসেসর: Qualcomm Snapdragon 8s Gen 4
🔹 RAM & Storage: 12GB RAM, 256GB স্টোরেজ
🔹 অপারেটিং সিস্টেম: Android 15
🔹 ব্যাটারি: ৭,০০০mAh
🔹 ফাস্ট চার্জিং: ১২০W সাপোর্ট
🔹 রিয়ার ক্যামেরা: ৫০MP + ৮MP ডুয়াল ক্যামেরা
🔹 ফ্রন্ট ক্যামেরা: ১৬MP সেলফি ক্যামেরা