scorecardresearch

Twitter, Meta’র পথে হাঁটছে এবার Amazon.com Inc, হাজার হাজার কর্মীর চাকরি যাচ্ছে

শোনা যাচ্ছে, চলতি সপ্তাহে অন্তত ১০ হাজার কর্মীর চাকরি যাচ্ছে আমাজনে।

Amazon, Amazon layoff, Jeff Bezos, Amazon layoff plan, Facebook, Meta, latest world news
বিশ্বের বহুল জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon.com Inc ফের গণছাঁটাইয়ের পথে হাঁটছে বলে খবর

শুরুটা হয়েছিল Twitter থেকে। মার্কিন ধনকুবের এলন মাস্ক মাইক্রোব্লগিং সাইট অধিগ্রহণ করতেই গণছাঁটাই শুরু হয় সংস্থায়। তার পরই টুইটারের পথে হেঁটে কর্মীছাঁটাই করে মার্ক জুকারবার্গের সংস্থা Meta।

এবার আরও এক মার্কিন বহুজাতিক সংস্থা গণছাঁটাইয়ের পথে হাঁটল। বিশ্বের বহুল জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon.com Inc গণছাঁটাইয়ের পথে হাঁটছে বলে খবর দ্য নিউ ইয়র্ক টাইমস সূত্রে।

শোনা যাচ্ছে, চলতি সপ্তাহে অন্তত ১০ হাজার কর্মীর চাকরি যাচ্ছে আমাজনে। মূলত কর্পোরেট বিষয়ক এবং প্রযুক্তি বিভাগের কর্মীদের ছাঁটাই করতে চলেছে মার্কিন ধনকুবের জেফ বেজোসের সংস্থা। ডিভাইস ইউনিট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা এবং রিটেল ও মানব সম্পদ বিভাগেও চাকরি যাচ্ছে কর্মীদের। রিপোর্ট অনুযায়ী, ঠিক কত লোকের চাকরি যাচ্ছে তা এখনও নির্ধারিত নয়।

আরও পড়ুন বিনা নোটিসে ফের চাকরি গেল হাজার হাজার কর্মীর! মাস্কের সিদ্ধান্তে বিশ্বজুড়ে তোলপাড়

এই প্রসঙ্গে সংবাদসংস্থা রয়টার্সের প্রশ্নের কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি আমাজন। গত বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত আমাজনে প্রায় ১৬ লক্ষের মতো স্থায়ী এবং অস্থায়ী কর্মী রয়েছে। এই মূহূর্তে লোকসান এবং খরচ আটকাতে মার্কিন সংস্থাগুলির পথে হাঁটছে আমাজন।

গত সপ্তাহে Facebook প্যারেন্ট সংস্থা Meta প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করে। যা প্রায় তাদের ১৩ শতাংশ কর্মী সম্পদ।

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Amazon plans to lay off 10000 people starting this week report