Online Scam: ডিজিট্যাল জমানায় দিনে দিনে বাড়ছে সাইবার প্রতারণার নিত্য-নতুন কৌশল। হ্যাকাররা জালিয়াতির নতুন নতুন উপায়ের মাধ্যমের সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। প্রতারকরা এখন হাইটেক হয়ে উঠেছে, সম্প্রতি এমন এক ঘটনা সামনে এসেছে যেখানে প্রতারকরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একজন সরকারি কর্মচারীর অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। আসুন আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কীভাবে ঘটল এমন প্রতারণার ঘটনা? পাশাপাশি জেনে নিন কীভাবে এই হাইটেক হ্যাকিং থেকে নিজেকে সুরক্ষিত রাখবেন?
প্রযুক্তির ব্যবহার যেমন আমাদের জীবনকে সহজ করে তুলেছে, তেমনই প্রতারকরাও এখন লেটেস্ট প্রযুক্তিকে ব্যবহার করে সাধারণ মানুষের থেকে প্রতারণার নয়া কৌশল ব্যবহার করছে। সম্প্রতি হায়দ্রাবাদে ঘটে যাওয়া একটি ঘটনায় এক সরকারি কর্মচারীর অ্যাকাউন্ট থেকে ৩.৯২ লক্ষ টাকা উধাও হয়ে গেছে, আর এর নেপথ্যে রয়েছে একটি বিপজ্জনক APK ফাইল।
কীভাবে ঘটল প্রতারণা?
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ৫৯ বছর বয়সী ওই সরকারি কর্মচারীকে ফোন করে একজন ব্যক্তি নিজেকে একটি বেসরকারি ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার হিসেবে পরিচয় দেয়। সেই ‘ম্যানেজার’ জানায়, ওই ব্যক্তির অ্যাড্রেসে কিছু ভুল রয়েছে, যেটি শুধরাতে কিছু ব্যক্তিগত তথ্য এবং একটি APK ফাইল ইনস্টল করতে হবে। APK ফাইলটি মোবাইল ফোনে ইনস্টল করতেই শুরু হয় আসল খেলা। ফাইলটি ইনস্টল হওয়ার সাথে সাথেই প্রতারকদের হাতে চলে যায় স্মার্ট ফোনের নিয়ন্ত্রণ। এরপর তারা সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩.৯২ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
APK কী?
APK অর্থাৎ Android Package Kit হলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ইনস্টলেশন ফাইল। সাধারণত গুগল প্লে স্টোর ছাড়া অন্য কোনো সোর্স থেকে এই ফাইল ডাউনলোড করাই বিপজ্জনক। কারণ, এই ফাইলের মাধ্যমে সহজেই ফোনে ম্যালওয়্যার প্রবেশ করানো যায় এবং প্রতারকরা ফোনে থাকা সমস্ত তথ্য হাতিয়ে নিতে পারে।
কীভাবে সুরক্ষিত থাকবেন?
অজানা APK ফাইল ইনস্টল করবেন না – কেউ যদি হোয়াটসঅ্যাপ, ইমেল বা SMS-এ APK পাঠিয়ে সেটি ইনস্টল করতে বলে, তাহলে তা এড়িয়ে চলুন।
শুধুমাত্র Google Play Store বা Apple App Store থেকে অ্যাপ ডাউনলোড করুন।
ক্লিক করার আগে ভাবুন – অজানা লিংকে ক্লিক করবেন না।
নিজেকে ব্যাংক অফিসার বা পুলিশ পরিচয় দিয়ে কেউ যদি অ্যাপ ডাউনলোড করতে বলে, তাহলে সাবধান হন।
প্রতারণার শিকার হলে কী করবেন?
তৎক্ষণাৎ ১৯৩০ নম্বরে (ন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন) কল করুন এবং অভিযোগ জানান। এছাড়াও cybercrime.gov.in ওয়েবসাইটেও অভিযোগ করা যেতে পারে।