/indian-express-bangla/media/media_files/2025/07/10/sabih-khan-apple-coo-2025-07-10-12-35-59.jpg)
অ্যাপলের নতুন সিওও সাবিহ খান
Sabih Khan Apple COO : বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা অ্যাপল-এর নতুন অপারেশান্যাল প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত সাবিহ খান। উত্তরপ্রদেশের মোরাদাবাদে জন্ম সাবিহের। আজ নিজের যোগ্যতার তিনি এমন এক উচ্চতায় পৌঁছেছেন, যা সকলের কাছেই কেবলমাত্র এক স্বপ্ন। সেই স্বপ্নই বাস্তবে পরিণত করলেন সাবিহ খান।
কে এই সাবিহ খান?
সাবিহ খান ১৯৯৫ সাল থেকেই অ্যাপলের সঙ্গে যুক্ত। দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতা ও দক্ষতায় তিনি কোম্পানির অপারেশন এবং প্রোডাকশন সিস্টেমকে এমনভাবে গড়ে তুলেছেন যে সিইও টিম কুক নিজেও তার কাজের প্রশংসা করেছিলেন। এই যোগ্যতার জন্যই তাকে অ্যাপলের নতুন COO (Chief Operating Officer) করা হয়েছে।
শিক্ষা জীবন
সাবিহ খান স্কুলজীবন কাটিয়েছেন ভারতে। এরপর যুক্তরাষ্ট্রের টুলেন ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পরে এমবিএ ডিগ্রি অর্জন করেন। সাধারণ এক ভারতীয় শহর থেকে উঠে এসে আজ তিনি সারা বিশ্বের অন্যতম প্রভাবশালী কোম্পানির নেতৃত্বে রয়েছেন।
সাবিহ খানের সম্ভাব্য বেতন কত?
Barron’s-এর রিপোর্ট অনুযায়ী, সাবিহ খানের পূর্বসূরি জেফ উইলিয়ামস অ্যাপলের সিওও হিসেবে বছরে ১ মিলিয়ন ডলার (প্রায় ৮ কোটি) বেতন পেতেন। এর সঙ্গে স্টক, বোনাস ইত্যাদি মিলিয়ে তার মোট বার্ষিক আয় ছিল ১৯০ কোটির বেশি!অ্যাপল এখনও সাবিহ খানের বেতন প্রকাশ না করলেও, ধারণা করা হচ্ছে তিনিও প্রায় সমপরিমাণই আয় করছেন। অর্থাৎ, গড়ে প্রতি দিন তার আয় প্রায় ৫২ লক্ষ টাকা!
ভারতীয় মাটি থেকে সোজা অ্যাপল সদর দফতরে
বিশ্বের সর্বাধিক বাজারমূল্যসম্পন্ন কোম্পানির অপারেশন প্রধান হয়ে সাবিহ প্রমাণ করেছেন যে যোগ্যতা, নিষ্ঠা ও পরিশ্রম থাকলে, ভারত থেকেও বিশ্বের শীর্ষ নেতৃত্বে পৌঁছানো সম্ভব।