/indian-express-bangla/media/media_files/2025/09/09/apple-event-2025-2025-09-09-07-33-48.jpg)
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান
Apple Event 2025: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজই লঞ্চ হতে চলেছে বহু প্রতীক্ষিত নতুন iPhone 17 সিরিজ।
অ্যাপলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আজ, ৯ সেপ্টেম্বর। অ্যাপলের বহুল প্রতীক্ষিত ‘Awe Dropping Event’, যেখানে সংস্থা উন্মোচন করবে একঝাঁক নতুন ডিভাইস। ইভেন্টে সামনে আসবে নতুন iPhone 17 সিরিজ, সঙ্গে থাকবে Apple Watch এবং Watch Ultra-র নতুন জেনারেশন।
কোথায় দেখা যাবে ইভেন্ট?
অ্যাপলের এই গ্র্যান্ড ইভেন্ট আজ রাত ১০টা ৩০ মিনিট থেকে শুরু হবে। অফিসিয়াল ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং অ্যাপলের ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ইভেন্ট দেখা যাবে। পাশাপাশি, সংস্থা iOS 26-এর রোলআউট সম্পর্কেও বড় ঘোষণা করতে পারে।
iPhone 17 সিরিজে কী থাকছে?
এই বছরও অ্যাপল আনতে চলেছে চারটি নতুন মডেল। তবে এবার বাদ যাচ্ছে Plus মডেল, তার বদলে আসছে iPhone 17 Air, যা হবে অ্যাপলের তৈরি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। লাইনআপে থাকবে iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। iPhone 17-এর ডিজাইন অনেকটাই গত বছরের iPhone 16-এর মতো হবে, তবে Pro মডেল ও Air মডেলের ডিজাইনে বড়সড় পরিবর্তন আসতে পারে।
লঞ্চের আগেই ফাঁস দাম?
লঞ্চের আগে দাম নিয়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। জানা গিয়েছে, গত বছরের তুলনায় নতুন আইফোন সিরিজ প্রায় ৫০ ডলার বা প্রায় ৪,০০০ টাকা বেশি দামে বাজারে আসতে চলেছে । সম্ভাব্য প্রারম্ভিক দাম হতে পারে—
- iPhone 17: 84,900 টাকা
- iPhone 17 Air: 1,09,900 টাকা
- iPhone 17 Pro: 1,24,900 টাকা
- iPhone 17 Pro Max: 1,64,900 টাকা
কী কী নতুন আপগ্রেড মিলবে?
এই বছর iPhone 17 সিরিজে থাকবে ১২০Hz রিফ্রেশ রেটসহ OLED ডিসপ্লে, আরও উন্নত প্রসেসর এবং আপগ্রেডেড ক্যামেরা। সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে ব্যাটারি সেকশনে—প্রো মডেলগুলিতে মিলতে পারে ৫১০০mAh পর্যন্ত ব্যাটারি, যা এ পর্যন্ত কোনও আইফোনে পাওয়া যায়নি।