/indian-express-bangla/media/media_files/2025/09/08/apple-event-2025-09-08-12-58-41.jpg)
Apple Event: অ্যাপলের প্রোডাক্ট লঞ্চ।
Apple Event: বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীরা নজর রাখছেন ৯ সেপ্টেম্বরের দিকে। এই দিনেই ক্যালিফোর্নিয়ার Apple Park থেকে অনুষ্ঠিত হতে চলেছে অ্যাপলের 'Away Dropping Event'। সব নজর থাকবে নতুন প্রজন্মের iPhone 17 Series–এর দিকে, তবে সঙ্গে আরও কিছু বড় ঘোষণা আসতে পারে।
আইফোন ১৭ সিরিজে কী কী মিলবে?
ভ্যানিলা iPhone 17-এ আগের মতই ডিজাইন থাকলেও, iPhone 17 Pro ও Pro Max-এ নতুন আকারের আয়তাকার ক্যামেরা আইল্যান্ড আসছে। iPhone 17 ও 17 Pro-তে থাকবে 6.3-ইঞ্চি XDR OLED, আর Pro Max মডেলে 6.9-ইঞ্চি স্ক্রিন। প্রথমবারের মত ভ্যানিলা মডেলে আসতে পারে ProMotion সাপোর্ট।
আরও পড়ুন- ইনস্টাগ্রাম রিলে ১০ লক্ষ ভিউ হলে আপনি কত টাকা পাবেন? জানলে আজই চাকরি ছেড়ে রিল বানাতে শুরু করবেন
ভ্যানিলা মডেল আসছে A19 Chip নিয়ে, আর Pro মডেলে থাকবে আরও উন্নত A19 Pro Chip। iPhone 17 Pro ও Pro Max-এ নতুন 48MP টেলিফটো সেন্সর, যা গত বছরের 12MP সেন্সরের বদলে বাজারে আসবে। আরও শক্তি-সাশ্রয়ী চিপসেট, বড় ব্যাটারি, এবং রিভার্স চার্জিং (Pro মডেলে) এই মডেলে যুক্ত হতে পারে।
আরও পড়ুন- ১০০০ ভিউয়ের জন্য ইনস্টাগ্রাম কত টাকা দেয়? উত্তরটি আপনাকে অবাক করে দেবে
প্রতিবেদন অনুযায়ী, নতুন সিরিজ লঞ্চের সঙ্গে সঙ্গে অ্যাপল মোট ৮টি পুরোনো পণ্য বাজার থেকে সরাতে পারে। iPhone 15, iPhone 15 Plus, iPhone 16 Pro, iPhone 16 Pro Max বাজার থেকে সরতে পারে। Apple Watch Series 10, Apple Watch Ultra 2, Apple Watch SE (2nd Gen) এগুলোও সরতে পারে বাজার থেকে। এর পাশাপাশি AirPods Pro 2 এর যা বদলে বাজারে আসতে পারে AirPods Pro 3।
আরও পড়ুন- প্রত্যাশা আকাশছোঁয়া! অ্যাপল ইভেন্টের লাইভ স্ট্রিমিং কখন, কোথায় এবং কীভাবে দেখবেন?
শুধু iPhone-ই নয়, অ্যাপলের ডিভাইসগুলিতেও আসতে চলেছে বড় পরিবর্তন। নতুন মডেল দিয়ে বিদায় নিতে পারে Apple Watch Series 10 ও Ultra 2। আসছে নতুন AirPods Pro 3, যা উন্নত ব্যাটারি এবং উন্নত অডিও টেকনোলজি নিয়ে আসবে বলেই জল্পনা চলছে। অ্যাপলের কায়দা হল, তারা প্রতিবছর নতুন হার্ডওয়্যারের সঙ্গে তাল মিলিয়ে পুরনো ডিভাইস বাদ দেয়। এর ফলে: কোম্পানির স্টোরে অফিশিয়াল লাইনআপ সহজ হয়, শুধুমাত্র Apple Intelligence ফিচার সাপোর্ট করা ডিভাইস রাখা হয়, গ্রাহকরা আরও স্পষ্টভাবে নতুন ও পুরনো মডেলের মধ্যে পার্থক্য বুঝতে পারেন।
আরও পড়ুন- ইনস্টাগ্রাম রিলে ১০ লক্ষ ভিউ হলে আপনি কত টাকা পাবেন? জানলে আজই চাকরি ছেড়ে রিল বানাতে শুরু করবেন
এই ইভেন্ট থেকে কী আসা করা যায়?
iPhone 17 Series–এর তিনটি মডেল, AirPods Pro 3, নতুন Apple Watch মডেল, সম্ভাব্য কিছু সফটওয়্যার আপডেট ও Apple Intelligence ফিচার। অ্যাপলের প্রতিটি ইভেন্টই প্রযুক্তি দুনিয়ায় আলোচনার ঝড় তোলে। তবে ২০২৫ সালের Away Dropping Event–এ সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে iPhone 17 Series। এর ডিজাইন, ক্যামেরা ও নতুন চিপসেট ইতিমধ্যেই কৌতূহল তৈরি করেছে। আর সেইসঙ্গে আটটি পুরনো পণ্য বাদ দেওয়ার সম্ভাবনা অ্যাপলের ভবিষ্যৎ স্ট্র্যাটেজি স্পষ্ট করেছে।