Apple iPhone 17 Event 2025 Live Streaming: প্রত্যাশা আকাশছোঁয়া! অ্যাপল ইভেন্টের লাইভ স্ট্রিমিং কখন, কোথায় এবং কীভাবে দেখবেন?

Apple iPhone 17 Event 2025 Live Streaming: এবারের ইভেন্টে লঞ্চ হতে চলেছে iPhone 17 সিরিজের চারটি মডেল— iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max।

Apple iPhone 17 Event 2025 Live Streaming: এবারের ইভেন্টে লঞ্চ হতে চলেছে iPhone 17 সিরিজের চারটি মডেল— iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max।

author-image
IE Bangla Tech Desk
New Update
Apple iPhone 17 Event 2025 Live Streaming

অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা!

Apple iPhone 17 Series Launch Event: অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা! আগামীকাল ৯ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে শুরু হবে অ্যাপলের বহু প্রতীক্ষিত লঞ্চ ইভেন্ট। এই ইভেন্টেই আত্মপ্রকাশ করবে   iPhone 17 সিরিজ । ‘Awe Droping’ নামের এই বিশেষ ইভেন্টকে ঘিরে গোটা টেক দুনিয়ায় এখন উত্তেজনা তুঙ্গে। আইফোন ১৭ সিরিজের পাশাপাশি এদিন আরও একাধিক নতুন পণ্য লঞ্চ করবে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল।

Advertisment

আরও পড়ুন- নেটওয়ার্ক না থাকলেও কীভাবে ফোন করবেন? জানুন অ্যান্ড্রয়েড এবং আইফোন সেটিংস

কোথায় দেখা যাবে এই ইভেন্ট? কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ইভেন্টটি সরাসরি সম্প্রচার করা হবে Apple TV, অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। অর্থাৎ, যে কেউ ঘরে বসেই সহজে এই লঞ্চ অনুষ্ঠান লাইভ দেখতে পারবেন।

Advertisment

এবারের ইভেন্টে লঞ্চ হতে চলেছে iPhone 17 সিরিজের চারটি মডেল— iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। জানা গিয়েছে, প্রো মডেলটি একেবারে নতুন ডিজাইনে লঞ্চ হতে চলেছে। একই সঙ্গে প্লাস মডেলের পরিবর্তে আসবে আল্ট্রা-স্লিম এয়ার মডেল। ক্যামেরা প্রেমীদের জন্য এবার প্রথমবারের মতো সিরিজটিতে যুক্ত হচ্ছে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন-ইউটিউবের সেরা ৪ কৌশল, মুহূর্তেই আপনাকে ভাইরাল করবে! বেশিরভাগ মানুষই এই ভুলটিই করেন

শুধু আইফোনই নয়, ইভেন্টে থাকছে আরও চমক। আসছে AirPods Pro 3, যেখানে নতুন চার্জিং কেস আরও ছোট হবে, ইয়ারবাডে মিলবে ডিজাইনের কিছু পরিবর্তন এবং যোগ হতে পারে লাইভ ট্রান্সলেশনের মতো বিশেষ ফিচার।

আরও পড়ুন- 'ব্লাড মুন' কী? বছরে চাঁদ কতবার রঙ বদল করে? জানেন না ৯০ শতাংশ মানুষ

এছাড়াও, বড় আপগ্রেড নিয়ে আসতে পারে Apple Watch Ultra 3। প্রায় দুই বছর পর এই স্মার্টওয়াচে থাকবে আরও বড় ডিসপ্লে, S11 প্রসেসর, 5G সাপোর্ট এবং স্যাটেলাইট মেসেজিং ফিচার। পাশাপাশি, সাশ্রয়ী মূল্যের Apple Watch SE-ও নতুন প্রসেসর এবং উন্নত ডিসপ্লের সঙ্গে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- কমে গেল GST, দীপাবলির আগে হাজার হাজার টাকা সস্তায় কিনুন Royan Enfield Hunter

যদিও Apple Watch Series 11-এ বড় কোনও পরিবর্তন নাও আসতে পারে, তবে উজ্জ্বলতার মাত্রা বাড়ানো এবং নতুন রঙের বিকল্প দেওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, এবারের অ্যাপল ইভেন্টকে কেন্দ্র করে প্রত্যাশা আকাশছোঁয়া। নতুন প্রযুক্তি ও চমকপ্রদ ফিচারের ঘোষণাই বাড়িয়ে দিচ্ছে ব্যবহারকারীদের কৌতূহল।

আরও পড়ুন- ৫ হাজার ভিউয়ে কত টাকা দেয় ফেসবুক? জানলে দেরি না করে আজ থেকেই ভিডিও বানাবেন!

iPhone 17 series Apple Event