Apple iPhone 17: আইফোন ১৭ সিরিজ লঞ্চের আগেই ফাঁস ডিজাইন থেকে দাম, ব্যাটারি! থাকছে চমকের ছড়াছড়ি

Apple iPhone 17: Apple iPhone 17 Series লঞ্চের আগেই দাম ও ব্যাটারির তথ্য ফাঁস। মডেলগুলির ফিচার, ডিজাইন, ডিসপ্লে, চিপসেট ও ব্যাটারির আপডেট একসঙ্গে জেনে নিন।

Apple iPhone 17: Apple iPhone 17 Series লঞ্চের আগেই দাম ও ব্যাটারির তথ্য ফাঁস। মডেলগুলির ফিচার, ডিজাইন, ডিসপ্লে, চিপসেট ও ব্যাটারির আপডেট একসঙ্গে জেনে নিন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Apple iPhone 17

Apple iPhone 17: আইফোনের দাম জেনে নিন ।

Apple iPhone 17: অ্যাপল প্রতিবছর সেপ্টেম্বর মাসে নতুন আইফোন সিরিজ লঞ্চ করে। ২০২৫ সালে সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে Apple iPhone 17 Series। ৯ সেপ্টেম্বর হতে চলা 'Awe Dropping' ইভেন্টে অ্যাপল আনুষ্ঠানিকভাবে এই নতুন স্মার্টফোন সিরিজ উদ্বোধন করতে চলেছে। তবে তার আগেই ফাঁস হয়েছে দাম, ব্যাটারি এবং কিছু বিশেষ ফিচারের তথ্য। 

ডিজাইনের দিক থেকে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে

Advertisment

ডিজাইনের দিক থেকে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে Pro এবং Pro Max মডেলে। iPhone 17 আগের মতই ডিজাইন, তবে এবার ProMotion ডিসপ্লে সাপোর্ট যুক্ত হতে পারে। iPhone 17 Pro ও Pro Max, বিশাল আয়তাকার ক্যামেরা আইল্যান্ড এবং আরও উন্নত XDR OLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লে সাইজ- iPhone 17 ও 17 Pro – 6.3 ইঞ্চি, আর Pro Max – 6.9 ইঞ্চি। 

আরও পড়ুন- এসি ফেটে মৃত্যুমিছিল, কীভাবে বিস্ফোরণ থেকে মিলবে মুক্তি? জানেন না ৯০ শতাংশ মানুষই

Advertisment

নতুন সিরিজে থাকবে অ্যাপলের পরবর্তী প্রজন্মের চিপসেট। iPhone 17: A19 চিপ, iPhone 17 Pro / Pro Max: আরও উন্নত A19 Pro চিপ। এই চিপগুলো আরও শক্তিশালী পারফরম্যান্স, উন্নত গেমিং অভিজ্ঞতা এবং ব্যাটারি সাশ্রয় করবে বলে আশা করা হচ্ছে। iPhone 17-এ 48MP প্রাইমারি এবং 12MP আল্ট্রাওয়াইড আর জল্পনা অনুযায়ী নতুন 12MP টেলিফটো লেন্স রয়েছে। iPhone 17 Pro / Pro Max-এর 48MP সেন্সরে বড় আপগ্রেড, লো-লাইট ফটোগ্রাফি এহং ভিডিওতে আরও উন্নত অভিজ্ঞতা মিলবে।

আরও পড়ুন- প্রত্যাশার দ্বারপ্রান্তে, উত্তেজনায় ফুটছে টেকদুনিয়া, Apple-ইভেন্টে কী কী বড় চমক থাকছে জানলে চমকে যাবেন

চিনের 3C সার্টিফিকেশন ডাটাবেস থেকে জানা গেছে— iPhone 17 Air-এ রয়েছে 3,036mAh (সিম) / 3,149mAh (eSIM), iPhone 17 Pro-এ রয়েছে 3,988mAh / 4,252mAh, iPhone 17 Pro Max-এ রয়েছে 4,823mAh / 5,088mAh, iPhone 17 স্ট্যান্ডার্ডে রয়েছে প্রায় 3,692mAh। সবচেয়ে বড় চমক হল iPhone 17 Pro Max, যা প্রথমবারের মত আইফোনে ৫,০০০mAh সীমা অতিক্রম করতে যাচ্ছে। এটি ব্যবহারকারীদের আরও দীর্ঘ সময় ব্যাকআপ দেবে।

আরও পড়ুন- ১০০০ ভিউয়ের জন্য ইনস্টাগ্রাম কত টাকা দেয়? উত্তরটি আপনাকে অবাক করে দেবে

এবং

আরও পড়ুন- ইনস্টাগ্রাম রিলে ১০ লক্ষ ভিউ হলে আপনি কত টাকা পাবেন? জানলে আজই চাকরি ছেড়ে রিল বানাতে শুরু করবেন

এর সর্বোচ্চ চার্জিং স্পিড 25W পর্যন্ত হতে পারে। Pro ও Pro Max মডেলে রিভার্স ওয়্যার্ড চার্জিং থাকবে, যার মাধ্যমে এয়ারপডস বা অন্য ছোট গ্যাজেট চার্জ করা যাবে। যদিও সঠিক দাম এখনও প্রকাশ পায়নি, তবে ফাঁস হওয়া তথ্যে জানা যাচ্ছে iPhone 17 সিরিজের দাম ভারতের বাজারে প্রিমিয়াম সেগমেন্টে রাখা হবে। আনুষ্ঠানিক লঞ্চ হবে ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে। Apple iPhone 17 Series নিয়ে ইতিমধ্যেই আইফোনপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ডিজাইন, ক্যামেরা ও ব্যাটারিতে বড় আপগ্রেড আসছে, বিশেষত Pro Max মডেলে। কয়েকদিনের মধ্যেই অ্যাপলের অফিশিয়াল ইভেন্টে সব রহস্য ভেদ হবে।

iphone apple