iPhone Sell In India: ১৫ কোটিরও বেশি আইফোন বিক্রি, ভারতের বাজারে রেকর্ড গড়েই অ্যাপেলের বড় পরিকল্পনা

iPhone Sell In India: গত কয়েক বছরে ভারতে আইফোনের বিক্রি দ্রুত বৃদ্ধি পেয়েছে। গত বছর, অ্যাপল দেশে স্মার্টফোন বিক্রিতে রেকর্ড গড়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
apple makes record in india last year iphone

ভারতে ১৫ কোটিরও বেশি আইফোন বিক্রি। রেকর্ড গড়ল অ্যাপল। Photograph: (ফাইল ছবি)

iPhone Sell In India: ভারতে ১৫ কোটিরও বেশি আইফোন বিক্রি। রেকর্ড গড়ল অ্যাপল। আইফোন বিক্রিতে রেকর্ড গড়ে এবার অ্যাপল প্রথম বাজারে আনতে চলেছে ফোল্ডেবেল স্মার্টফোন। কোম্পানি তার প্রথম ফোল্ডেবল আইফোন আগামী বছরই লঞ্চ করতে পারে। একাধিক মিডিয়া রিপোর্টে তেমনটাই উল্লেখ করা হয়েছে। 

Advertisment

গত কয়েক বছরে ভারতে আইফোনের বিক্রি দ্রুত বৃদ্ধি পেয়েছে। গত বছর, অ্যাপল দেশে স্মার্টফোন বিক্রিতে রেকর্ড গড়েছে। ইতিমধ্যে ভারতে আইফোন বিক্রির সংখ্যা ১৫ কোটি ছাড়িয়েছে। সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলগুলির মধ্যে রয়েছে আইফোন ১৩, আইফোন ১৪ এবং আইফোন ১৫।

সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে কোম্পানি প্রথম ফোল্ডেবল আইফোন আগামী বছর লঞ্চ করতে চলেছে। এর পরে, কোম্পানিটি ফোল্ডেবল ম্যাকবুক এবং আইপ্যাডও চালু করার পরিকল্পনা করছে। এই স্মার্টফোনে ডুয়াল ক্যামেরা ইউনিট থাকতে পারে।

ঝড়ের গতিতে চলছে কাজ, মোবাইল পরিষেবায় সুনামি তুলবে BSNL 5G ! কবে লঞ্চ? সামনে এল বিরাট আপডেট

iphone apple iPhone