BSNL 5G Service: ঝড়ের গতিতে চলছে কাজ, মোবাইল পরিষেবায় সুনামি তুলবে BSNL 5G ! কবে লঞ্চ? সামনে এল বিরাট আপডেট

BSNL 5G Service: সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)-দ্রুত গতিতে 4G নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চালাচ্ছে। কেন্দ্রীয় সরকার BSNL-এর 4G নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ৬হাজার কোটি টাকার তহবিল অনুমোদন করেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL New Plan

চলতি বছরের মাঝামাঝি চালু হতে চলেছে BSNL 5G !

BSNL 5G Service: চলতি বছরের মাঝামাঝি চালু হতে চলেছে BSNL 5G ! বিরাট ঘোষণায় খুশির হাওয়া দেশজুড়ে। সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)-দ্রুত গতিতে  4G নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চালাচ্ছে। কেন্দ্রীয় সরকার BSNL-এর 4G নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ৬হাজার কোটি টাকার তহবিল অনুমোদন করেছে। কোম্পানি চলতি বছরের মাঝামাঝি সময়ে 5G নেটওয়ার্ক চালু করার পরিকল্পনাও করেছে।

Advertisment

একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিএসএনএলের নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ৬,০০০ কোটি টাকার তহবিলের প্রস্তাব অনুমোদিত হয়েছে। ইতিমধ্য বিএসএনএল তার 4G নেটওয়ার্ক চালু করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। কোম্পানি ইতিমধ্যে প্রায় ৬৫,০০০ 4G নেটওয়ার্ক ইন্সটলেশনের কাজ শেষ করেছে।

BSNL 4G নেটওয়ার্কের জন্য 700 MHz স্পেকট্রাম ব্যবহার করেছে। এটি গ্রাহকদের আরও ভালো নেটওয়ার্ক অভিজ্ঞতা প্রদান করবে। পাশাপাশি  কোম্পানি শীঘ্রই 5G নেটওয়ার্ক চালু করার পরিকল্পনাও করেছে। এর জন্য পরীক্ষা-নিরীক্ষা প্রায় শেষ পর্যায়ে। এক লক্ষ 4G টাওয়ার ইন্সটলেশনের পরপরই  BSNL 5G পরিষেবা চালু করা হবে। 

সম্প্রতি বিএসএনএল তার মোবাইল গ্রাহকদের জন্য ইন্টারনেট টিভি পরিষেবা শুরু করেছে। এতে, আপনি ৪৫০ টিরও বেশি লাইভ টেলিভিশন চ্যানেলে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন। এর জন্য কোম্পানিটি OTTplay-এর সাথে হাত মিলিয়েছে। এর মাধ্যমে, কোম্পানিটি তার গ্রাহকদের জন্য বিনোদনের একটি বড় বিকল্প অফার করেছে।

Advertisment

লঞ্চের আগে বিরাট ঘোষণা ভিভো'র, Vivo V50 প্রি-অর্ডারে মিলবে দারুণ অফার

bsnl BSNL 5G