অ্যাপ স্টোর থেকে অ্যাপেল সব 'হোয়াটসঅ্যাপ স্টিকার' মুছে ফেলতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। কারণ হোয়াটসঅ্যাপ মান্যতা দেয় নি অ্যাপেলের নির্দেশিকার। অ্যাপ ডেভেলপাররা লঙ্ঘন করেছেন নির্দেশিকা। সেই কারণেই অ্যাপেলের ডিভাইসে থাকবে না হোয়াটসঅ্যাপ স্টিকারের মত জনপ্রিয় ফিচার, এমনটাই জানাচ্ছে WABetaInfo।
তবে শুধুমাত্র নির্দেশিকা পালন না করার কারণেই কি অ্যাপল মুখ ফেরাল হোয়াটসঅ্যাপ থেকে? জানা যাচ্ছে, এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে রয়েছে আরেকটি কারণ। এই ফিচারের অনুরূপ আরেকটি অ্যাপ্লিকেশন আছে অ্যাপ স্টোরে, যার জন্য হোয়াটসঅ্যাপের স্টিকার ফিচারকে অগ্রাধিকার দিতে পারবে না অ্যাপেল। রবিবার টুইট করে একথা জানায় WABetaInfo।
আরও পড়ুন: মার্ক জুকারবার্গ কেন বললেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে ?
অক্টোবর মাসে হোয়াটসঅ্যাপ একটি ব্লগ পোস্টে ঘোষণা করে যে অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন অন্তর্ভুক্ত নতুন স্টিকার। যা সর্বশেষ আপডেটের মাধ্যমে এসে হাজির হয়েছে অ্যাপলিকেশনটিতে।
গতমাসেই ফেসবুকের আদলে প্রকাশ্যে এসেছে বিভিন্ন স্টিকার। যেগুলি রাতারাতি বেশ জনপ্রিয়তাও পেয়েছে। দিওয়ালি ও কেরালাতে পিরাভি উৎসবের সময় কাস্টম স্টিকার বেশি ব্যবহার করার নজির দেখা গেছে। এখন, যে কেউ নিজের স্টিকার প্যাক তৈরি করে হোয়াটসঅ্যাপে যোগ করতে পারবেন। তবে এ সুবিধা এখনও অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনেই আবদ্ধ। হোয়াটসঅ্যাপের স্টিকার ব্যবহার করার সবচেয়ে সহজ এবং মজার উপায় এবং এখানে কীভাবে ব্যবহার করা যায়:
আপনার নিজস্ব স্টিকার প্যাকগুলি তৈরি করতে, Android ব্যবহারকারীদের Google Play Store থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে আপডেট করুন। তারপর অ্যাপটি ওপেন করে “Create a new sticker pack” ক্লিক করুন। অ্যাপ্লিকেশন স্টিকার প্যাক এর নাম রাখতে পারেন। নিজের তৈরি ৩০ টি নতুন স্টীকার রাখতে পারবেন।
আরও পড়ুন: ‘নিষিদ্ধ’ বিষয়ে কৌতূহল? লাগাম টানতে উদ্যোগী মার্ক জুকারবার্গ
গ্যালারি থেকে নিজস্ব, কাস্টম স্টিকার তৈরি করতে এখন ‘Add sticker’ আইকনে ক্লিক করুন। ব্যবহারকারীরা স্টিকারগুলি তৈরি করতে Google ফটো বা তাঁদের গ্যালারি, ড্রাইভ ইত্যাদি থেকে ফটো নিতে পারেন। একবার একটি ছবি নির্বাচিত হলে, স্টিকার হিসাবে যে অংশটি ইচ্ছা সেখান থেকে কেটে বা ক্রপ করে নিতে পারবেন। যদি ছবিটি কাটতে গিয়ে ভুল হয়ে যায়, তবে আপনি পুনরায় শুরু করতে পারেন।
স্টিকার তৈরি হয়ে গেলে অবশেষে, নীচে ডান কোণায় ‘Publish Sticker Pack’ ক্লিক করুন । স্টিকার প্যাকটি নিজের থেকেই হোয়াটসঅ্যাপে যোগ হয়ে যাবে এবং শুধুমাত্র আপনি এই স্টিকার আপনার পরিচিত এবং বন্ধুদের পাঠাতে পারবেন। আপনার ওই স্টিকার কেউ তাঁর পছন্দের কাউকে পাঠাতে চাইলে সেখানে forwarded এর সঙ্গে লেখা থাকবে কে বানিয়েছেন স্টিকারটি।