কয়েকদিন আগেই মার্কিন ডলারের তুলনায় ভারতের টাকার দাম পড়ে যায়। যার ফলে এদেশে অ্যাপেলের ব্যবসা করতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার টিম কুক। অ্যাপেলের ব্যবসার চতুর্থ পর্যায়ে এসে দেখা যাচ্ছে, ভারতের ব্যবসায় সেভাবে কোনো উত্থান নেই। অ্যাপেলের সিইও বলেন, "ভারতীয় টাকার পতন আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।" কুক আরও বলেন, এই পরিস্থিতি সংস্থার দীর্ঘদিনের প্রগতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: iPhone XR মুখ ডোবাল অ্যাপেলের
ভারতে প্রতিদ্বন্দ্বী স্মার্টফোন সংস্থার সঙ্গে টেক্কা দিতে কি অসুবিধা হচ্ছে অ্যাপেলের? এই প্রশ্নের উত্তরে কুক বলেন, ভারতে খুচরো ব্যবসায় বিদেশি পুঁজির বিনিয়োগের রাস্তা খোলা নেই। কাজেই, অ্যাপেলের নিজস্ব কোনো দোকান নেই ভারতে। তবে বর্তমানে ভারত সরকারের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। দীর্ঘ আলোচনায় আশা করা হচ্ছে ভবিষ্যতে ভারত সরকার সেই সুবিধা দেবে অ্যাপেলকে।
কিছু প্রোডাক্টের ওপর এলাকা ভিত্তিক প্রতিক্রিয়া নেওয়া হচ্ছে। কুক বলেন, ভারতে এন্ট্রি-লেভেল আইফোন তৈরির কাজ ভাল হচ্ছে। ভারতের মতো দেশে, অ্যাপেলের প্রোডাক্টের দাম সাধারণ মানুষের কাছে আকাশছোঁয়া। সেক্ষেত্রে বিপুল হারে বিক্রির ছবি দেখা যায় না এদেশে। অ্যাপেল ভারতে এবছর ৬২.৯ বিলিয়ন ডলার আয়ের কথা জানিয়েছে, যা ২০১৭ সালের তুলনায় মাত্র ২০ শতাংশ বেশি।
Read the full story in English