/indian-express-bangla/media/media_files/2025/06/27/astronauts-spent-most-days-in-space-2025-06-27-14-20-57.jpg)
আজকের এই প্রতিবেদনে জেনে নিন পৃথিবী ছেড়ে দীর্ঘ সময় মহাকাশে কাটানো অন্য মহাকাশচারীদের বিরল কীর্তি সম্পর্কে
Astronauts Spent Most Days In Space:দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গতকালই মহাকাশে পৌঁছেছেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। তার স্পেসএক্স ড্রাগন ক্যাপসুল প্রায় ২৮.৫ ঘন্টা যাত্রার পর ২৬ জুন ভারতীয় সময় বিকেল ৪:০৫ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডকিংসম্পন্ন করে। মহাকাশে শুভাংশু কাটাবেন ১৪ দিন। অংশ নেবেন একাধিক গবেষণায়। মহাকাশে সফল অভিযানের মধ্যে দিয়েই তিনি হয়ে ওঠেন বিশ্বের ৬৩৪তম মহাকাশচারী। আজকের এই প্রতিবেদনে জেনে নিন পৃথিবী ছেড়ে দীর্ঘ সময় মহাকাশে কাটানো অন্য মহাকাশচারীদের বিরল কীর্তি সম্পর্কে যেগুলি ইতিমধ্যে ইতিমধ্যেই ইতিহাসে ঠাঁই করে নিয়েছে।
১৯৮৪ সালের রাকেশ শর্মার পর, শুভাংশুই প্রথম ভারতীয় যিনি নাসা এবং Axiom Space-এর যুগ্ম অভিযানে গতকাল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছান। এই ঐতিহাসিক অভিযানে ভারতবাসীর গর্ব এবং আবেগ একসঙ্গে মিলেমিশে একাকার। ৪১ বছর পর মহাকাশ খাতে শুভাংশু শুক্লার হাত ধরেই ইতিহাস রচনা করল ভারত। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিনি দু'সপ্তাহ কাটাবেন। অংশ নেবেন একাধিক গবেষণায়। তবে শুভাংশু ছাড়াও একাধিক মহাকাশচারী ISS-এ কাটিয়েছেন বছরের পর বছর।
তালিকার শীর্ষে রয়েছেন রুশ মহাকাশচারী ওলেগ কোনোনেনকো, যিনি এখন পর্যন্ত মোট ১,১১০ দিন মহাকাশে কাটিয়েছেন। পাঁচটি সফল অভিযানের অংশ হিসেবে তিনি এই রেকর্ড গড়েছেন।
তালিকার অন্যান্য শীর্ষ মহাকাশচারীরা
- গেন্নাডি পাডালকা (রাশিয়া) – ৫টি অভিযানে ৮৭৮ দিন
- সের্গেই ক্রিলেভ (রাশিয়া) – ৬টি অভিযানে ৮০৩ দিন
- আলেকজান্ডার কালেরি (রাশিয়া) – ৫টি অভিযানে ৭৬৯ দিন
- পেগি হুইটসন (যুক্তরাষ্ট্র) – ৪টি অভিযানে ৬৭৫ দিন (মহিলাদের মধ্যে সর্বোচ্চ)
- ফিওদর ইয়ুরচিখিন (রাশিয়া) – ৫টি অভিযানে ৬৭২ দিন।
- ইউরি ম্যালেনচেঙ্কো (রাশিয়া) – একমাত্র ব্যক্তি যিনি মহাকাশে বিয়ে করেছেন, কাটিয়েছেন ৬৪০ দিনেরও বেশি।
ভারতের গর্ব শুভাংশু শুক্লা
প্রায় ২৮ ঘণ্টার মহাকাশ যাত্রা শেষে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেই দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শুভাংশু। তিনিই ভারতের সেই প্রতিনিধি যিনি নাসা এবং Axiom Space-এর যুগ্ম অভিযানে অংশগ্রহণ করছেন। তার এই মহাকাশযাত্রা ভারতের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। বিশ্ব জুড়ে মহাকাশ গবেষণার ইতিহাসে এমন অনেক নাম থাকলেও, তাদের মধ্যে এই অল্প কয়েক জনই পৃথিবীর বাইরে মহাকাশে কাটিয়েছেন এতটা দীর্ঘ সময়। আজ শুভাংশুর মতো নতুন মহাকাশচারীরা সেই পথেই এগোচ্ছেন—নতুন রেকর্ড গড়ার পথে।