পপ আপ সেলফিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সম্পূর্ণ অন্য লুকে আসুস জেন ফোন সিক্স। সমানে সমানে টেক্কা দেওয়া যে অনেকটা একঘেয়েমি তা বুঝিয়ে দিল আসুস। স্মার্টফোন জগতে এখন প্রিমিয়াম এবং আপার প্রিমিয়াম সেগমেন্টের ফোনকেই লক্ষ্যবস্তু করেছে প্রত্যেকটা স্মার্টফোন নির্মাতা। সেই লক্ষ্যেই এখন আসুস। আগামীদিনে ব্যাক ক্যামেরার পরিকাঠামো বদলে স্মার্টফোন নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছে।
Advertisment
সমস্ত কোম্পানি সেলফি ক্যামেরার ওপর কারুকার্য করতে ব্যস্ত এমন সময় সকলের নজর কাড়তে রিয়ার ক্যামেরার পরিকাঠামো নিয়ে ভাবতে শুরু করেছে আসুস। পাশাপাশি থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর। ফ্ল্যাগশিপ ফোনের ময়দানে OnePlus 7 and Galaxy S10+ এর সঙ্গে প্রতিদ্বন্ধিতা করবে আসুস জেনফোন সিক্স।
সিগনেচার গ্লাস সঙ্গে মেটাল ডিজাইনলুকে বাজারে আসবে Zenfone 6। যেখানে থাকবে ৬.৪ ইঞ্চির FHD+ IPS ডিসপ্লে। ওয়ান প্লাস সেভেনের মত হুবহু নেই বেজেল, নেই নচ, নেই পাঞ্চ হোল ক্যামেরা। অবশ্যই ফোনের দাম হবে র্যাম এবং ডেটা মজুত রাখার ক্ষমতার ভিত্তিতে। জানা যাচ্ছে ৬ জিবি ও ৮ জিবি র্যামের মডেলে পাওয়া যাবে Zenfone 6।
রিয়ার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মাধ্যমে আনলক করার সুবিধা থাকবে। ট্রেন্ড মেনে ৪৮ মেগাপিক্সেলের সঙ্গে থাকবে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার। রিয়ার ক্যামেরায় সম্পূর্ণ উল্টে গিয়ে সেলফি ক্যামেরার আকার নেবে। তাই আলাদা করে কোনো সেলফি ক্যামেরা থাকবে না Zenfone 6 ফোনটিতে। ১৮০ ডিগ্রি ফ্লিপ করবে ক্যামেরা। ৫০০০ মিলিয়ন অ্যাম্পিয়র আওয়ার ব্যাটারির ব্যবহার করা হয়েছে ফোনটিতে। অ্যান্ড্রয়েড ৯.০ পাইতে পরিচালিত হবে ফোনটি।