Advertisment

Bajaj Chetak Electric Scooter: বাজারে সুনামি তুলল এই ই-স্কুটার, পুজোর আগে তুঙ্গে চাহিদা, পান সেরা মাইলেজ

Bajaj Chetak Electric Scooter: উৎসবের মরসুমে Bajaj-র এই নতুন ই-স্কুটার আলোড়ণ ফেলেছে। সম্প্রতি ইভি সেগমেন্টে নতুন একটি ই-স্কুটার লঞ্চ করেছে Bajaj,যার নাম Chetak Blue 3202। নয়া এই মডেলে আপনি আগের স্কুটারের তুলনায় পাবেন আরও উন্নত ফিচার্স।

author-image
IE Bangla Tech Desk
আপডেট করা হয়েছে
New Update
Bajaj Chetak Electric Scooter

বাজারে সুনামি তুলল এই ই-স্কুটার, পুজোর আগে তুঙ্গে চাহিদা, পান সেরা মাইলেজ

Bajaj Chetak Electric Scooter: ভারতে ইলেকট্রিক টু হুইলারের ক্রেজ আকাশছোঁয়া। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে একের পর এক কোম্পানি ভারতের বাজারে নিয়ে আসছে নিত্যনতুন ই-স্কুটার।

Advertisment

উৎসবের মরসুমে Bajaj-র এই নতুন ই-স্কুটার আলোড়ণ ফেলেছে। সম্প্রতি ইভি সেগমেন্টে নতুন একটি ই-স্কুটার লঞ্চ করেছে Bajaj,যার নাম Chetak Blue 3202। নয়া এই মডেলে আপনি আগের স্কুটারের তুলনায় পাবেন আরও উন্নত ফিচার্স।

পুজোর আগে আপনি যদি নতুন ই-স্কুটার কেনার কথা চিন্তা করেন তাহলে আপনি Bajaj-এর Chetak Blue 3202 ইলেকট্রিক স্কুটারের কথা বিবেচনা করতে পারেন। এই স্কুটারের এক্স-শোরুম মূল্য 1.15 লাখ টাকা। আগের মডেলের তুলনায় যা প্রায় 8,000 টাকা কম।  

সামান্য পদ্ধতিতেই 'চাঙ্গা' রাখুন এসি মেশিন, এই 'ভুল' কখনও করবেন না

নতুন চেতক ব্লু 3202 ইলেকট্রিক স্কুটারটি ব্রুকলিন ব্ল্যাক, সাইবার হোয়াইট, ইন্ডিগো মেটালিক এবং ম্যাট কোর্স গ্রে সহ চারটি রঙের বিকল্পে কিনতে পারবেন। Bajaj Chetak-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, আপনি মাত্র 2,000 টাকা টোকেন মানি দিয়ে এই ইলেকট্রিক স্কুটারটি বুক করতে পারেন।

বাজাজ চেতক ব্লু 3202: ব্যাটারি এবং রেঞ্জ

Chetak Blue 3202 ভেরিয়েন্টে প্রিমিয়াম ভেরিয়েন্টের মত 3.2 kWh ব্যাটারি প্যাক পাওয়ার আছে। একবার সম্পূর্ণ চার্জ হয়ে গেলে, এই ইলেকট্রিক স্কুটারটি 137 কিলোমিটার পথ চলতে পারে। Blue 3202 ভেরিয়েন্টে আপনি আগের মডেলের তুলনায় আরও ভাল রেঞ্জের সুবিধা প্রদান করে। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭৩ কিলোমিটার।

137 কিলোমিটার রেঞ্জ সহ চেতক ব্লু 3202 ইলেকট্রিক স্কুটারের এক্স-শোরুম মূল্য 1.15 লক্ষ টাকা। মজার বিষয় হল, Chetak Premium-এর এক্স-শো-রুম মূল্য হল 1.47 লক্ষ টাকা এবং এটি সম্পূর্ণ চার্জে 126 কিলোমিটার রেঞ্জ দেয়৷ Chetak Blue 3202 Ather Rizta, Ola S1 Air, TVS iQube S এবং Hero Vida V1 এর মত বৈদ্যুতিক স্কুটারগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নেমেছে।

অঝোরে বৃষ্টিতেও 'চাঙ্গা' থাকবে আপনার ইভি, মেনে চলুন এই 'গুরুত্বপূর্ণ' টিপস

সম্পূর্ণ নতুন Bajaj Chetak Blue 3202 ইলেকট্রিক স্কুটারটিতে রয়েছে একটি 3.2 kWh ব্যাটারি প্যাক। এতে ইনস্টল করা বৈদ্যুতিক মোটর সর্বোচ্চ 5.3 bhp শক্তি এবং 16 Nm এর সর্বোচ্চ টর্ক জেনারেট করে। বাজাজ চেতক  ব্লু 3202 ইলেকট্রিক স্কুটারটি একবার সম্পূর্ণ চার্জে 137 কিলোমিটার রেঞ্জ দেয়।

Chetak Blue 3202 এর ব্যাটারি প্যাকটি 5 ঘন্টা 50 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। নতুন চেতক ব্লু 3202 ইলেকট্রিক স্কুটারটিতে ইকো রাইডিং মোডের সুবিধা রয়েছে। এতে রয়েছে ডিজিটাল কনসোল, অ্যালয় হুইল, নিরাপত্তার জন্য ডিস্ক, ড্রাম ব্রেক। আপনি এটি ব্রুকলিন ব্ল্যাক, সাইবার হোয়াইট সহ বিভিন্ন রঙে কিনতে পারেন। 

Electric Vehicle Electric scooter
Advertisment