Advertisment

Bajaj Freedom 125 Price: বাজারে সিএনজি বাইকের উন্মাদনা, ৬ মাসে রেকর্ড সেল, ইতিহাস গড়ল Bajaj Freedom CNG!

Bajaj Freedom 125 Price: বাজাজ অটো কেবল দেশের নয়, বিশ্বের প্রথম সিএনজি বাইক লঞ্চ করে ইতিহাস তৈরি করেছে। ইতিমধ্যে বাজাজের এই সিএনজি মোটরসাইকেল ফ্রিডম ১২৫-এর চাহিদাও আকাশছোঁয়া ।

author-image
IE Bangla Tech Desk
New Update
Bajaj Freedom 125 Six Month Sales Report:

দেশ ও বিশ্ব বাজারে সিএনজি বাইকের উন্মাদনা, ৬ মাসে রেকর্ড সেল, ইতিহাস গড়ল Bajaj Freedom CNG! Photograph: (ফাইল ছবি)

Bajaj Freedom 125 Price: দেশ ও বিশ্বের বাজারে  সিএনজি বাইকের উন্মাদনা, ৬ মাসে রেকর্ড সেল। ইতিহাস গড়ল Bajaj Freedom CNG! 

Advertisment

বাজাজ অটো কেবল দেশের নয়, বিশ্বের প্রথম সিএনজি বাইক লঞ্চ করে ইতিহাস তৈরি করেছে। ইতিমধ্যে বাজাজের এই সিএনজি মোটরসাইকেল ফ্রিডম ১২৫-এর চাহিদাও আকাশছোঁয়া । গত বছরের জুলাই মাসে বাজাজ ফ্রিডম ১২৫ লঞ্চ হয়েছিল। অটোকার প্রফেশনালের রিপোর্ট অনুযায়ী, গত ছয় মাসে এই মোটরসাইকেলের ৪০ হাজারেরও বেশি ইউনিট বিক্রি হয়েছে।

Bajaj Freedom 125 বাজারে তিনটি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে - NG04 Disc LED, NG04 Drum LED এবং NG04 Drum। এই বাজাজ বাইকটি পাঁচটি রঙের বিকল্পে কিনতে পারবেন ক্রেতারা। বিশ্বের এই প্রথম সিএনজি বাইকের এক্স-শোরুম দাম ৮৯,৯৯৭ টাকা থেকে ১,০৯,৯৯৭ টাকা পর্যন্ত।

বাজাজ ফ্রিডম একটি ১২৫ সিসি, ৪-স্ট্রোক, এয়ার-কুলড ইঞ্জিন দিয়ে সজ্জিত। এই বাইকের ইঞ্জিনটি ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত। এই ইঞ্জিনটি ৮,০০০ আরপিএম-এ ৯.৫ পিএস শক্তি এবং ৫,০০০ আরপিএম-এ ৯.৭ এনএম টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনের সাহায্যে, এই মোটরসাইকেলটি ৩৩০ কিলোমিটার রেঞ্জ এবং ৯১ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেয়। বাজাজের এই সিএনজি বাইকটিতে ২ লিটার পেট্রোল ভরার ক্ষমতাও রয়েছে।

Advertisment

প্রয়োজনে বাজাজের এই সিএনজি বাইকটি পেট্রোল মোডেও চালানো যেতে পারে। এই বাইকের সর্বোচ্চ গতি সিএনজি মোডে ৯০.৫ কিমি/ঘন্টা এবং পেট্রোল মোডে ৯৩.৪ কিমি/ঘন্টা। এই বাজাজ বাইকটি সিএনজি মোডে ২০০ কিমি এবং পেট্রোল মোডে ১৩০ কিমি রেঞ্জ দেবে বলেই কোম্পানির দাবি।  বাজাজের মোটরসাইকেলটিতে একটি সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার রয়েছে, যার সাথে ব্লুটুথ সংযোগ বৈশিষ্ট্যও রয়েছে।

freedom Rahul Bajaj
Advertisment