বাজাজ পালসার এনএস ১২৫ বনাম হিরো এক্সট্রিম ১২৫আর, মাইলেজ, দামের দিক থেকে কোনটি সেরা?

Bajaj Pulsar vs Hero Xtreme: নতুন আপডেটসহ বাজাজ পালসার এনএস১২৫ এখন আরও স্মার্ট। হিরো এক্সট্রিম ১২৫আর-এর সঙ্গে ফিচার, দাম ও পারফরম্যান্সে কে এগিয়ে? বিস্তারিত তুলনা দেখে নিন এখানে।

Bajaj Pulsar vs Hero Xtreme: নতুন আপডেটসহ বাজাজ পালসার এনএস১২৫ এখন আরও স্মার্ট। হিরো এক্সট্রিম ১২৫আর-এর সঙ্গে ফিচার, দাম ও পারফরম্যান্সে কে এগিয়ে? বিস্তারিত তুলনা দেখে নিন এখানে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Bajaj Pulsar vs Hero Xtreme: বাজাজ পালসার এনএস১২৫ বনাম হিরো এক্সট্রিম ১২৫আর।

Bajaj Pulsar vs Hero Xtreme: বাজাজ পালসার এনএস১২৫ বনাম হিরো এক্সট্রিম ১২৫আর।

Bajaj Pulsar vs Hero Xtreme: ভারতের ১২৫সিসি মোটরসাইকেল সেগমেন্টে এখন নতুন করে জোয়ার তৈরি করেছে বাজাজ পালসার এনএস১২৫ বনাম হিরো এক্সট্রিম ১২৫আর (Bajaj Pulsar NS125 vs Hero Xtreme 125R) প্রতিযোগিতা। বাজাজ সম্প্রতি তাদের জনপ্রিয় পালসার এনএস১২৫ মডেলটি নতুন ফিচার-সহ লঞ্চ করেছে, অন্যদিকে হিরোর Xtreme 125R আগেই বাজারে বেশ সাড়া ফেলেছে।

Advertisment

ডিজাইন ও লুক

বাজাজ পালসার এনএস১২৫–এর ডিজাইন অনেকটা NS160 ও NS200 মডেলের মত। এতে আছে মাস্কুলার ট্যাঙ্ক, স্পোর্টি গ্রাফিক্স ও স্ট্রিটফাইটার স্ট্যান্স, যা বাইকটিকে দেয় আগ্রাসী ও স্টাইলিশ উপস্থিতি। অন্যদিকে হিরো এক্সট্রিম ১২৫আর দেখতে অনেকটা কমপ্যাক্ট ও প্রিমিয়াম। এর ইউনিক LED হেডল্যাম্প ও স্টাইলিশ বডি কিট শহুরে রাইডারদের জন্য পারফেক্ট। যদি তুমি ক্লাসিক পালসার লুক পছন্দ কর, NS125 ভালো অপশন। কিন্তু, নতুন ও ইউনিক ডিজাইন চাইলে হিরো এক্সট্রিম ১২৫আর তোমার সেরা পছন্দ হওয়া উচিত।

আরও পড়ুন- হিরো স্প্লেন্ডার বনাম হোন্ডা শাইন: কোন বাইকটি বেশি সাশ্রয়ী? মাইলেজ পারফরমেন্সে এগিয়ে কে?

Advertisment

উভয়ের তুলনা

বাজাজ পালসার এনএস১২৫ এখন এই সেগমেন্টের একমাত্র বাইক যেখানে তিনটি ABS মোড দেওয়া হয়েছে — Road, Rain ও Off-road। এছাড়াও এর নতুন LCD কনসোল এখন আরও প্রিমিয়াম, যেখানে নেভিগেশন ও স্মার্ট অ্যালার্ট সিস্টেমও আছে। হিরো এক্সট্রিম ১২৫আর যদিও বেসিক ফিচার দেয়, কিন্তু Pulsar এখন প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে।

আরও পড়ুন- এক বছরের জন্য আর রিচার্জ করতে হবে না, বিরাট ঘোষণায় তোলপাড় ফেলল Jio

NS125-এর পারফরম্যান্স কিছুটা স্পোর্টি ফিল দেয়, যেখানে হিরো এক্সট্রিম ১২৫আর বেশি রিফাইন্ড ও ইকনমিকাল। তাই যারা থ্রিলিং রাইড পছন্দ করেন, তাদের জন্য Pulsar বেশি আকর্ষণীয় হবে। দু’টির দামের মধ্যে প্রায় ৩,৯০০ টাকার পার্থক্য। তবে ওই অতিরিক্ত টাকায় আপনি পাচ্ছেন উন্নত ABS সিস্টেম, নেভিগেশন ও আরও স্মার্ট কনসোল—যা দামে সম্পূর্ণ ন্যায্য।

আরও পড়ুন- জল কিনে পান করছেন? আদৌ নিরাপদ তো? কীভাবে পরীক্ষা করবেন বিশুদ্ধতা?

ফিচার কম্পারিজন

ফিচারBajaj Pulsar NS125Hero Xtreme 125R
কনসোলLCD ডিজিটালLCD ডিজিটাল
ব্লুটুথ কানেক্টিভিটিআছেআছে
টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশনআছেনেই
কল/SMS অ্যালার্টআছেআছে
ABS সিস্টেমসিঙ্গেল চ্যানেল, 3 মোড (Rain, Road, Off-road)সিঙ্গেল চ্যানেল
USB চার্জিং পোর্টআছেআছে

আরও পড়ুন- মাত্র ১,০০০ ভিউয়ে ইনস্টাগ্রামে এত টাকা? ৯৯% মানুষই জানেন না কীভাবে উপার্জন বাড়ানো সম্ভব?

যদি আপনি চান টেক-লোডেড, স্পোর্টি ও আধুনিক লুকের 125cc বাইক— বাজাজ পালসার এনএস১২৫ হতে পারে আপনার সেরা পছন্দ। 
আর যদি আপনি চান হালকা, রিফাইন্ড এবং সহজ কন্ট্রোলের বাইক — হিরো এক্সট্রিম ১২৫আর আপনাকে নিরাশ করবে না।