এক বছরের জন্য আর রিচার্জ করতে হবে না, বিরাট ঘোষণায় তোলপাড় ফেলল Jio

ঘন ঘন মোবাইল রিচার্জ করতে করতে ক্লান্ত? আপনার জন্য রয়েছে জিওর এই অসাধারণ অফার। রিলায়েন্স জিও বাজারে এনেছে একটি বিশেষ বার্ষিক রিচার্জ প্ল্যান

ঘন ঘন মোবাইল রিচার্জ করতে করতে ক্লান্ত? আপনার জন্য রয়েছে জিওর এই অসাধারণ অফার। রিলায়েন্স জিও বাজারে এনেছে একটি বিশেষ বার্ষিক রিচার্জ প্ল্যান

author-image
IE Bangla Tech Desk
New Update
jio..

আপনার জন্য রয়েছে জিওর এই অসাধারণ অফার।

ঘন ঘন মোবাইল রিচার্জ করতে করতে ক্লান্ত? আপনার জন্য রয়েছে জিওর এই অসাধারণ অফার। রিলায়েন্স জিও বাজারে এনেছে একটি বিশেষ বার্ষিক রিচার্জ প্ল্যান, যার দাম ৩,৯৯৯ টাকা। এই প্ল্যানটি তাদের জন্য সেরা, যারা একবার রিচার্জ করে পুরো বছর নির্ভাবনায় ডেটা ও কলিং সুবিধা উপভোগ করতে চান। এই প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন, অর্থাৎ একবার রিচার্জ করলেই পুরো বছর রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পাবেন।

Advertisment

আরও পড়ুন-দুর্দান্ত মাইলেজ থেকে সেরা ফিচার, ডিজাইনও নজরকাড়া, এই ৫ অ্যাডভেঞ্চার বাইক বাজার কাঁপাচ্ছে

এই প্ল্যানে ইউজাররা পাবেন  প্রতিদিন ২.৫ জিবি হাই-স্পিড ডেটা। অর্থাৎ গোটা মাসে আপনি পাবেন ৭৫ জিবি এবং বছরে ৯০০ জিবিরও বেশি ডেটা। যদি দৈনিক ডেটা সীমা শেষ হয়ে যায়, তাহলে ব্যবহারকারীরা সহজেই অ্যাড-অন প্যাক কিনে অতিরিক্ত ইন্টারনেট নিতে পারবেন।

Advertisment

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, এই প্ল্যানে বিনামূল্যে আনলিমিটেড 5G ইন্টারনেট-এর সুবিধা রয়েছে। যদি আপনার কাছে 5G স্মার্টফোন থাকে এবং আপনি Jio True5G নেটওয়ার্কের আওতায় থাকেন, তাহলে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই সীমাহীন 5G ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন- শীতকালে রেফ্রিজারেটর এই ভাবে চালান! প্রচুর বিদ্যুৎ সাশ্রয়ের সঙ্গে বাড়বে ফ্রিজের আয়ুও

ডেটার পাশাপাশি এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস-এর সুবিধা রয়েছে। ফলে, যাঁরা প্রতিদিন ফোন ও মেসেজের মাধ্যমে কানেক্ট থাকেন, তাঁদের জন্য এটি একটি দুর্দান্ত প্যাক।

তাছাড়া, এই প্ল্যানের সঙ্গে রয়েছে একাধিক অতিরিক্ত সুবিধা। ব্যবহারকারীরা বিনামূল্যে পাবেন JioTV, JioCinema, JioCloud এবং JioSecurity-এর সাবস্ক্রিপশন। যদি আপনি এমন একটি প্ল্যান খুঁজছেন যাতে দীর্ঘ মেয়াদে দারুণ ডেটা, কলিং এবং অতিরিক্ত পরিষেবা উপভোগ করতে পারবেন, তাহলে জিওর ৩,৯৯৯ মূল্যের এই ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যানটি বাজারে অন্যতম সেরা বিকল্প।

আরও পড়ুন- এক চার্জে দীঘা to কলকাতা, ওলা-আইকিউবের ঘুম ওড়াতে আসরে নামল এই ই-স্কুটার

jio