/indian-express-bangla/media/media_files/2025/08/16/cats-2025-08-16-13-51-39.jpg)
ব্যাংকে করা সইয়ের ধরণ ভুলে গেছেন? টাকার দরকার, কী করবেন?
Bank Account: ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় স্বাক্ষর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। আপনার করা সেই স্বাক্ষরই পরবর্তীকালে সমস্ত ব্যাংকিং লেনদেনে পরিচয়ের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু অনেক সময় দীর্ঘদিন পরে কোন কারণে মানুষজন ভুল বশত সেই স্বাক্ষর ভুলে যান এবং চেক বা টাকা তোলার স্লিপে ভুল স্বাক্ষর করেন। ফলে সমস্যার মুখে পড়া ছাড়া আর কোন উপায় থাকে না। আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক ব্যাংকিং কাজ কর্মের ক্ষেত্রে স্বাক্ষর না মেলে তবে কীভাবে তা আপনি ভেরিফাই করতে পারেন?
আরও পড়ুন- সাত হাজার mAh ব্যাটারি, শক্তিশালী প্রসেসর, দুর্ধর্ষ ফটোগ্রাফি! Oneplus 15 বাজারের তাজা 'অ্যাটম বোম'
ব্যাংকিং কাজ কর্মের ক্ষেত্রে চেকের স্বাক্ষর না মিললে বা গুরুত্বপূর্ণ নথিতে অসঙ্গতি থাকলে ব্যাংক লেনদেন আটকে দিতে পারে। এর ফলে গ্রাহককে সমস্যার সম্মুখীন হতে হয়, এমনকি অর্থপ্রদানও বিলম্বিত হতে পারে। তবে সবচেয়ে বড় সমস্যা তখনই হয় যখন কেউ একেবারেই নিজের পুরনো স্বাক্ষর মনে করতে পারেন না।
ব্যাংক কি অ্যাকাউন্ট বন্ধ করে দেবে?
ব্যাংক এ ক্ষেত্রে সরাসরি গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ করে দেয় না। বরং গ্রাহককে জানানো হয় যে স্বাক্ষরে অসঙ্গতি রয়েছে। এরপর গ্রাহককের পরিচয় প্রমাণ করে নতুন স্বাক্ষর আপডেট করার সুযোগ দেওয়া হয়।
কীভাবে স্বাক্ষর আপডেট করবেন?
নতুন স্বাক্ষর নিবন্ধনের জন্য গ্রাহককে ব্যাংকে যেতে হবে। এর জন্য আধার কার্ড, প্যান কার্ড বা অন্য কোনও বৈধ সরকারি পরিচয়পত্র জমা দিতে হবে। নথি যাচাইয়ের পর ব্যাংক সিস্টেমে নতুন স্বাক্ষর আপডেট করে।
অনেক ব্যাংক বায়োমেট্রিক প্রমাণীকরণের সুবিধাও দেয়। এর মাধ্যমে পুরনো স্বাক্ষর যাচাই করে নতুন স্বাক্ষর নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে প্রতিটি ব্যাংকের জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে যা অনুসরণ করেই কাজটি করতে হয়।