AC Maintenance Tips: এই ভুল করলেই বিকল হবে সাধের এসি মেশিন, লাইফ টাইম চাঙ্গা থাকবে কম্প্রেসার জানেন কী করবেন?

AC Maintenance Tips: এসি কেন তাড়াতাড়ি খারাপ হয়? জানুন তিনটি বড় কারণ ও এসি মেইনটেনেন্স টিপস। ছোট্ট ভুলেই নষ্ট হতে পারে এয়ার কন্ডিশনারের কম্প্রেসর। খরচ বাঁচাতে এড়িয়ে চলুন এই অভ্যাস।

AC Maintenance Tips: এসি কেন তাড়াতাড়ি খারাপ হয়? জানুন তিনটি বড় কারণ ও এসি মেইনটেনেন্স টিপস। ছোট্ট ভুলেই নষ্ট হতে পারে এয়ার কন্ডিশনারের কম্প্রেসর। খরচ বাঁচাতে এড়িয়ে চলুন এই অভ্যাস।

author-image
IE Bangla Tech Desk
New Update
AC Maintenance Tips

AC Maintenance Tips: জেনে নিন এসি মেইনটেনেন্সের টিপস।

AC Maintenance Tips: গরমের সময়ে ঘরে এসি এখন আর বিলাসিতা নয়, প্রয়োজনীয় জিনিস। তবে অনেকেই এসি কেনার পর সঠিক যত্ন নেন না। ফলে কয়েক বছরের মধ্যে এসি বিকল হয়ে যায়। আসলে কয়েকটি সাধারণ ভুলই এসির আয়ু কমিয়ে দেয়।

তিনটে বড় কারণ যেগুলো এড়িয়ে চলা জরুরি

Advertisment

১. হঠাৎ পাওয়ার সুইচ বন্ধ করা
অনেকেই ঘুমের সময় এসি চালিয়ে টাইমার সেট করেন। টাইমার শেষ হওয়ার পর কম্প্রেসর অফ হলে হঠাৎ মেইন পাওয়ার সুইচ বন্ধ করে দেন। এতে এসির ভেতরের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশে চাপ পড়ে। ধীরে ধীরে কম্প্রেসর নষ্ট হয়ে যায়। সব সময় আগে রিমোটে এসি বন্ধ করুন, কয়েক মিনিট পর মেইন সুইচ বন্ধ করুন।

আরও পড়ুন- মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে আলোড়ন ফেলল Vivo V60 5G, ফিচার-ডিজাইনে সবচেয়ে বড় চমক

Advertisment

২. ফিল্টার পরিষ্কার না করা
এসি ফিল্টারে ধুলো-ময়লা জমে গেলে বাতাস চলাচল ব্যাহত হয়। এর ফলে এসি অস্বাভাবিক শব্দ করতে পারে, ঠান্ডা কম দেয় এবং বিদ্যুতের খরচও বাড়ে। দীর্ঘদিন পরিষ্কার না করলে ফিল্টার ও ইভাপোরেটর কয়েল নষ্ট হতে পারে। মাসে অন্তত একবার এসির ফিল্টার পরিষ্কার করুন।

আরও পড়ুন- সুযোগটি লুফে নিন! এই কোম্পানি চারটি প্ল্যানের সঙ্গে দিচ্ছে বিনামূল্যে ৫০ জিবি ডেটা

৩. সব সময় পাওয়ার সুইচ অন রাখা
অনেকেই শুধু রিমোটে এসি বন্ধ করেন, কিন্তু পাওয়ার সুইচ অন রাখা অবস্থায় থাকে। এতে এসির সার্কিট বোর্ডে অকারণে চাপ পড়ে, বিদ্যুতের খরচও বাড়ে। রিমোট দিয়ে এসি বন্ধ করার পর কিছুক্ষণের মধ্যে পাওয়ার সুইচও বন্ধ করুন।

আরও পড়ুন- জন্মাষ্টমী ২০২৫, কৃষ্ণের বাঁশি দিয়ে দূর করুন বাস্তু দোষ, আসবে শান্তি-সমৃদ্ধি

এসির যত্ন নিলে কম্প্রেসরের আয়ু বাড়ে, বিদ্যুতের খরচ কমে, ঠান্ডা করার ক্ষমতা বাড়ে, মেরামতির খরচ থেকে বাঁচা যায়। এজন্য বছরে একবার টেকনিশিয়ান দিয়ে সার্ভিস করান। এসির আশপাশে অতিরিক্ত আসবাব রাখবেন না। ভোল্টেজ ফ্লাকচুয়েশন হলে স্ট্যাবিলাইজার ব্যবহার করুন। প্রচণ্ড গরমে এসি ১৬°C না রেখে ২৪–২৬°C রাখুন। 

আরও পড়ুন- জিও বনাম এয়ারটেল! কম দামে অধিক সুবিধায় গ্রাহকদের মন জিতে নিল কোন টেলিকম সংস্থা?

এসি শুধু গরমে স্বস্তি দেয় না, এটি একটি ব্যয়বহুল ইলেকট্রনিক যন্ত্রও বটে। তাই ছোট ছোট ভুল এড়িয়ে চলা জরুরি। নিয়মিত ফিল্টার পরিষ্কার, সঠিকভাবে রিমোট ও পাওয়ার সুইচ ব্যবহার করলে এসির আয়ু দীর্ঘ হবে এবং অযথা মেরামতের খরচও বাঁচবে।

tips Ac maintenance