Advertisment

Best Electric Bikes: পেট্রোল ভরার 'টেনশন' শেষ! রোজের ব্যবহারের জন্য সেরা এই ই-বাইক, দাম মাত্র ৭৫ হাজার

Best Electric Bikes: দিনে দিনে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা । বিশেষ করে ইলেকট্রিক স্কুটার ও বাইকের বিক্রি উল্লেখযোগ্য হারে বাড়ছে। চাহিদা থাকায় রোজই নিত্যনতুন ই-বাইক লঞ্চ করছে একাধিক সংস্থা।

author-image
IE Bangla Tech Desk
New Update
electric scooter

পেট্রোল ভরার 'টেনশন' শেষ!

Best Electric Bikes: পেট্রোল ভরার 'টেনশন' শেষ! এই বৈদ্যুতিক বাইকগুলি রোজের ব্যবহারের জন্য সেরা, দাম মাত্র ৭৫ হাজার। ভারতে দিনে দিনে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা । বিশেষ করে ইলেকট্রিক স্কুটার ও বাইকের বিক্রি উল্লেখযোগ্য হারে বাড়ছে। চাহিদা থাকায় রোজই নিত্যনতুন ই-বাইক লঞ্চ করছে একাধিক সংস্থা। Ola, Revolt Motors এবং Oben Rohr-এর মতো EV নির্মাতারা সম্প্রতি চমৎকার ইলেকট্রিক বাইক লঞ্চ করেছে। কম দামের পাশাপাশি বাইকগুলি দারুণ রেঞ্জও প্রদান করে । আপনিও যদি রোজকার জ্বালানি খরচ থেকে মুক্তি পেতে চান, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য কার্যকর। আজকের প্রতিবেদনে জেনে নিন বাজারে থাকা সেরা সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক বাইকের তালিকা।  

Advertisment

২০০ টাকার কমে ২৮ দিনের বৈধতা, BSNL-কে জোর টক্কর Airtel-এর

Revolt RV1: এই ইলেকট্রিক বাইকটি সম্প্রতি লঞ্চ করা হয়েছে। Revolt RV1 ইলেকট্রিক বাইক দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। RV1 এবং RV Plus। দাম যথাক্রমে 84,990 টাকা থেকে 99,990 টাকা (এক্স-শোরুম)। নয়া এই ইভিতে রয়েছে 6 ইঞ্চি ডিজিটাল এলসিডি ডিসপ্লে সহ অনেক আকর্ষণীয় ফিচার্স। Revolt RV1 ভেরিয়েন্টে 2.2 kWh ব্যাটারি প্যাকের বিকল্প রয়েছে। সম্পূর্ণ চার্জে যা 100 কিলোমিটার রেঞ্জ দেয়। যেখানে Revolt RV1 প্লাস ভেরিয়েন্টে একটি 3.24 kWh ব্যাটারি রয়েছে, যা সম্পূর্ণ চার্জে 160 কিলোমিটার রেঞ্জ দেয়।

ফেস্টিভ সিজনে দুর্দান্ত সেল! নামমাত্র দামে পান 200MP ক্যামেরা সহ প্রিমিয়াম স্মার্টফোন

Oben Rorr: Oben Rorr হল একটি জনপ্রিয় বৈদ্যুতিক বাইক। এই বাইকের দাম 1,29,999 টাকা  (এক্স-শোরুম)। এই বাইকে 4.4 kWh ব্যাটারি প্যাক রয়েছে। সম্পূর্ণ চার্জে 187 কিলোমিটার রেঞ্জ দেয়। এর সর্বোচ্চ গতি 100 kmph এবং এটি মাত্র 3 সেকেন্ডে 0-40 kmph পর্যন্ত স্পিড তুলতে সক্ষম। এই ইলেকট্রিক বাইকটিতে এলইডি লাইটিং সিস্টেম, স্মার্টফোন কানেকটিভিটি সহ সম্পূর্ণ অত্যাধুনিক ফিচার্স।

এসি চালানোর সময় এই 'ভুল'গুলি করবেন না, পান 'বাম্পার' কুলিং, চাঙ্গা থাকবে কম্প্রেসর!

Ola Roadster: ওলা রোডস্টার তিনটি  ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এটিতে  2.5 kWh, 3.5 kWh এবং 4.5 kWh ব্যাটারি প্ল্যাক বিকল্পের সঙ্গে লঞ্চ করা হয়েছে। দাম যথাক্রমে 74,999 টাকা, 84,999 টাকা এবং 99,999 টাকা (এক্স-শোরুম)। ওলা রোডস্টার এর সর্বোচ্চ গতি ঘণ্টায় 124 কিলোমিটার। এতে 4.3 ইঞ্চি এলসিডি সেগমেন্ট ডিসপ্লে, ওলা ম্যাপ নেভিগেশন (টার্ন-বাই-টার্ন), ক্রুজ কন্ট্রোল, ওটিএ আপডেট, মোটরসাইকেল ডিজিটাল কী আনলক সহ কয়েক ডজন বৈশিষ্ট্য রয়েছে।

Electric scooter Electric Vehicle
Advertisment