/indian-express-bangla/media/media_files/2025/06/06/DhgBTmvYQtWFiM4UkdWp.jpg)
Best Inverter for Home: সবচেয়ে সস্তা, দুর্দান্ত পারফরম্যান্স! বাড়িতে ব্যবহারের জন্য নামমাত্র দামে কিনুন পাওয়ারফুল ইনভার্টার কম্বো ।
Best Inverter for Home: সরকার বা প্রশাসন দেশের সর্বত্র নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি করলেও, বাস্তবটা একদমই আলাদা। দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং নিত্যদিনের ঘটনা। আর, সেই কারণে এই সমস্যার সমাধানে ইনভার্টারের প্রয়োজন জরুরি হয়ে পড়েছে। বাজারে নানা ধরনের ইনভার্টার আছে। তাই, কোনটা বেশি কাজের সেটা অনেকেই বুঝতে পারেন না। চলুন দেখে নেওয়া যাক কোন ইনভার্টার আপনার জন্য সেরা হতে পারে।
বাজারে কত ধরনের ইনভার্টার রয়েছে?
১) সাইন ওয়েভ ইনভার্টার (Sine Wave Inverter): এই ইনভার্টার সবচেয়ে স্থায়ী এবং নির্ভরযোগ্য। এর বিদ্যুৎ সরবরাহের ক্ষমতা একেবারে বিদ্যুৎ কোম্পানির মতই। ঘরের ফ্রিজ, এসি, কমপিউটার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, টিভি চালানোর জন্য এই ইনভার্টার আদর্শ। সেই কারণে এই ইনভার্টার তুলনামূলক ব্যয়বহুল হলেও দীর্ঘস্থায়ী এবং নিরাপদ।
২) পরিবর্তিত সাইন ওয়েভ ইনভার্টার (Modified Sine Wave Inverter): এই ইনভার্টার সাইন ওয়েভের তুলনায় সামান্য কম হলেও মোটামুটি নিরবিচ্ছিন্নভাবেই বিদ্যুৎ সরবরাহ করে। ফ্যান, টিউবলাইট, এলইডি, চার্জার চালানোর ক্ষেত্রে এই ইনভার্টারের জুড়িমেলা ভার। তবে, সেনসেটিভ যন্ত্রপাতি এবং হাই লোডের যন্ত্রপাতি চালানোর জন্য এই ইনভার্টার মোটেও উপযুক্ত নয়।
আরও পড়ুন- 'স্টারলিংক মিশনে'র নজিরবিহীন সাফল্য, রেকর্ড গড়লেন ইলন মাস্ক
৩) স্কয়ার ওয়েভ ইনভার্টার (Square Wave Inverter): এই ইনভার্টার সবচেয়ে সস্তা এবং সাধারণ আলো আর ফ্যানের জন্য যথেষ্ট। এতে শব্দ বেশি হয়। আর, ইলেকট্রনিক্স ডিভাইসের জন্যও নিরাপদ নয়। গ্রামাঞ্চল বা কম ব্যবহার হয়, এমন জায়গার জন্য এই ইনভার্টার উপযুক্ত।
ইনভার্টার কেনার সময় কোন বিষয়গুলোর দিকে নজর দেবেন?
১) লোড ক্যালকুলেশন বা কয়টি যন্ত্র চালাবেন, তার ওপর নির্ভর করে ইনভার্টার বেছে নিন। ২) ব্যাটারির ধরন বা কোন ব্যাটারি বেশি স্থায়ী, সেটা দেখে ইনভার্টার বাছুন। মনে রাখবেন যে টিউবুলার ব্যাটারি ভালো ব্যাকআপ দেয়। ৩) ব্র্যান্ড এবং ওয়ারেন্টির দিকেও নজর রাখা দরকার। লুমিনাস, এক্সাইড, সু-কাম, মাইক্রোটেকের মত নামী ব্র্যান্ডের ইনভার্টারই কেনা উচিত। ৪) ঘরের আকার অনুযায়ী ইনভার্টার কেন উচিত। কেনার সময় দেখে নেওয়া উচিত, এই ইনভার্টার আপনার ঘরের সঙ্গে মানানসই কি না।
আরও পড়ুন- কতক্ষণ টানা এসি চালাবেন? মাঝে মধ্যে বন্ধ করেন? জানেন কী ক্ষতি করছেন?
কেনার সময় এই বিষয়গুলো মাথায় রেখেই ইনভার্টার কিনবেন। এর মধ্যে ঘরে যদি টিভি, ফ্রিজ, ল্যাপটপ, ফ্যান, লাইট এবং ওয়াইফাই রাউটার থাকে, তবে সাইন ওয়েভ ইনভার্টারই আপনার পছন্দের হওয়া উচিত। কারণ, এতে শব্দ কম হয়। এটি নিরাপদ এবং টেকসইও।