Advertisment

Vi 5G Service: প্রতিযোগিতার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল Vi! ১৭ শহরে চালু 5G পরিষেবা

Vi 5G Service: প্রতিযোগিতার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল Vi! এই শহরগুলিতে 5G পরিষেবা চালু করেছে সংস্থা। দেখে নিন আপনার শহরও রয়েছে কি এই তালিকায় ?

author-image
IE Bangla Tech Desk
New Update
vi 5G

মিডিয়া রিপোর্ট অনুসারে কোম্পানি দেশের ১৭ টি শহরে চালু করেছে 5G সার্ভিস।

Vi 5G Service: প্রতিযোগিতার দৌড়ে অনেকটাই এগিয়ে গেল Vi! এই শহরগুলিতে 5G পরিষেবা চালু করেছে সংস্থা। আপনার শহরও রয়েছে কি এই তালিকায় ? 

Advertisment

Vodafone Idea মুম্বাই, দিল্লি সহ ১৭ টি শহরে তার 5G পরিষেবা চালু করেছে।  Airtel এবং Jio ইতিমধ্যেই 5G চালু করেছে।

Vodafone Idea (Vi) দেশে শুরু করেছে তার 5G পরিষেবা। মিডিয়া রিপোর্ট অনুসারে কোম্পানি দেশের ১৭ টি শহরে চালু করেছে 5G সার্ভিস। এই শহরগুলির মধ্যে রয়েছে মুম্বই, দিল্লি, কলকাতা, চেন্নাই এবং বেঙ্গালুরু । বর্তমানে, শুধুমাত্র এই শহরের কিছু অংশে 5G কানেকশন দেওয়া শুরু করেছে সংস্থা। আগামী দিনে এর পরিধি আরও বাড়বে, যার ফলে লাখ লাখ ইউজার উপকৃত হবে।

Advertisment

Vi 3.3GHz এবং 26GHz স্পেকট্রামে 5G নেটওয়ার্ক ইনস্টল করেছে। কোম্পানির প্রিপেইডের পাশাপাশি পোস্টপেইড ব্যবহারকারীরা এর সুবিধা পেতে পারেন। কিছু ব্যবহারকারী তাদের স্মার্টফোনে 5G পরিষেবা চালু করার স্ক্রিনশটও শেয়ার করেছেন।

কোন রিচার্জ প্ল্যানে 5G কানেক্টিভিটি পাওয়া যাবে?

Vi-এর 5G সংযোগের সুবিধা নিতে, ব্যবহারকারীদের 475 টাকা রিচার্জ করতে হবে। যেখানে পোস্টপেইড ব্যবহারকারীদের এর জন্য REDX 1101 নিতে হবে। আমরা আপনাকে বলি যে কোম্পানির সিইও এই বছরের শুরুতে বলেছিলেন যে Vi আগামী ৬-৭ মাসের মধ্যে 5G পরিষেবা শুরু করবে।

এই শহরগুলিতে পরিষেবা শুরু হয়েছে

কোম্পানিটির বর্তমানে হরিয়ানার কারনাল, রাজস্থানের জয়পুর,  কলকাতা এবং শিলিগুড়ি, কেরলের থ্রিক্কাকারা, উত্তর প্রদেশের রাজধানী লখনউ এবং আগ্রা, মধ্যপ্রদেশের ইন্দোর, গুজরাটের আহমেদাবাদ, হায়দ্রাবাদে, বিহারের পাটনা, মুম্বইয়ের ওয়ারলি, কর্ণাটকের বেঙ্গালুরু, পাঞ্জাবের জলন্ধর, তামিলনাড়ুর চেন্নাই, মহারাষ্ট্রের পুনে এবং দিল্লির ওখলায় এই পরিষেবা চালু করেছে। 

Airtel এবং Jio ইতিমধ্যেই 5G চালু করেছে

Vodafone Idea 5G রোলআউটের ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। Jio এবং Airtel ২০২২ সালেই 5G কানেক্টিভিটি শুরু করেছিল। এই ক্ষেত্রে, শুধুমাত্র সরকারি সংস্থা BSNL ভোডাফোন আইডিয়া থেকে পিছিয়ে রয়েছে। 

5G network vi 5G Internet
Advertisment