Smartphones: পয়লা বৈশাখে হাতে চাই প্রিমিয়াম স্মার্টফোন! লেটেস্ট ফিচার্সে বাজার কাঁপাচ্ছে এই মডেলগুলি

Looking to upgrade your phone? Explore the best premium flagship smartphones in India this April: নতুন ফোন কেনার কথা ভাবছেন? দেখে নিন এপ্রিল ২০২৫-এ ভারতের সেরা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনের তালিকা।

Looking to upgrade your phone? Explore the best premium flagship smartphones in India this April: নতুন ফোন কেনার কথা ভাবছেন? দেখে নিন এপ্রিল ২০২৫-এ ভারতের সেরা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনের তালিকা।

author-image
IE Bangla Tech Desk
New Update
New Smartphone: নতুন স্মার্টফোন

New Smartphone: নতুন স্মার্টফোন।

Top Flagship Phones You Can Buy in India This April: OnePlus, Samsung, Apple, Vivo: যদি আপনি এপ্রিল ২০২৫-এ একটি প্রিমিয়াম স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তবে আপনার জন্য রয়েছে দুর্দান্ত কিছু অপশন। আজকের ফ্ল্যাগশিপ ফোনগুলি কেবলমাত্র সস্তাই নয়, সাথে রয়েছে অসাধারণ পারফরম্যান্স, স্টাইলিশ ডিজাইন এবং উন্নত ফিচার যা স্মার্টফোন ব্যবহারকে আরও মসৃণ করে তোলে।

Advertisment

চলুন দেখে নেওয়া যাক এই মাসে ভারতের বাজারে পাওয়া সেরা প্রিমিয়াম স্মার্টফোনগুলো।

OnePlus 13:
OnePlus 12-এর উন্নত সংস্করণ হিসাবে আসা OnePlus 13-এ রয়েছে Snapdragon 8 Elite চিপসেট, ২৪GB RAM পর্যন্ত সাপোর্ট এবং বিশাল ৬,০০০mAh ব্যাটারি। এতে রয়েছে QHD+ রেজোলিউশনের ৬.৮ ইঞ্চির কোয়াড-কাভ AMOLED ডিসপ্লে, IP69 রেটিং, ও Aqua Touch ও Glove মোডের মত ফিচার।

Samsung Galaxy S25:
ছোট স্ক্রিন পছন্দ করেন? তাহলে Galaxy S25 হতে পারে আপনার সেরা পছন্দ। এতে রয়েছে ৬.১ ইঞ্চি AMOLED ডিসপ্লে, Snapdragon 8 Elite প্রসেসর, এবং IP68 রেটিংসহ ৫০MP-এর প্রাইমারি ক্যামেরা।

Advertisment

আরও পড়ুন- গরমে নতুন এসি কিনেছেন? ইনস্টল করার পরও মনের মত কুলিং পাচ্ছেন না? এটা কারণ নয়তো?

iPhone 16 Pro:
Apple-এর এই মডেলে রয়েছে A18 Pro চিপ, ৪৮MP ক্যামেরা এবং AAA গেমিং সাপোর্ট। iOS 18 চালিত এই ডিভাইস পারফরম্যান্স ও নিরাপত্তার দিক থেকে এখনও অন্যতম সেরা।

আরও পড়ুন- মোবাইলের পর গরমে ঝড় তুলবে Xiaomi, নয়া এসিতে পান সিমলার শীতলতা

Vivo X200 Pro:
যারা ফটোগ্রাফি ভালোবাসেন কিন্তু অতিরিক্ত খরচ করতে চান না, তাদের জন্য রয়েছে ২০০MP পেরিস্কোপ ক্যামেরাযুক্ত Vivo X200 Pro। এর ৬,০০০mAh ব্যাটারি ও ৯০W চার্জিং একে আরও কার্যকর করে তোলে।

আরও পড়ুন- বাজারের সেরা ইলেকট্রিক স্কুটার জানেন কোনটা? মাইলেজ থেকে ডিজাইন এবার পান বিরাট চমক

এই ফোনগুলোর প্রত্যেকটি নিজের নিজের দিক থেকে সেরা—আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারেন আপনার পরবর্তী স্মার্টফোন।

price new year smartphone