Smartphones Under 15K: বাজেট ১৫হাজার? এই বাজেটেই পেয়ে যান লেটেস্ট ফিচার্সে ভরপুর সেরা স্মার্টফোন। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। ঈদ, নববর্ষ উপলক্ষ্যে একাধিক স্মার্টফোনের উপর নজরকাড়া অফার নিয়ে এসেছে ই কমার্স ওয়েবসাইটগুলি। আপনি যদি নিজের জন্য সেরা ফিচার্সে ভরপুর লেটেস্ট একটি স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এটাই সেরা সময়। মাত্র ১৫ হাজার টাকার মধ্যেই পেয়ে যান Oppo থেকে Motorola সেরা ব্র্যান্ডের নামী-দামী স্মার্টফোন। ১৫,০০০ টাকার কমে আপনি যদি সেরা ফিচার্সে ভরপুর দারুণ পারফরমেন্সের একটি শক্তিশালী স্মার্টফোন কেনার প্ল্যানিং করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনে রইল তারই সুলুক সন্ধান।
Vivo T4x 5G
এই ভিভো ফোনটিতে রয়েছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি+ ১২০ হার্টজ ডিসপ্লে রয়েছে। এর পিছনে রয়েছে ৫০ এমপি + ২ এমপি ডুয়াল ক্যামেরা সেটআপ। সামনের দিকে একটি 8MP ক্যামেরা রয়েছে। স্মার্ট ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 300 5G প্রসেসর। রয়েছে ৬৫০০ mAh এর শক্তিশালী ব্যাটারি। ৮ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্টটি ছাড়ের পরে ফ্লিপকার্ট থেকে ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে।
OPPO K12x 5G
এই ফোনটিতে ৬.৬৭ ইঞ্চি এইচডি এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি ৬ জিবি+১২৮ জিবি এবং ৮ জিবি+২৫৬ জিবি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে স্মার্টফোনটি উপলব্ধ। ক্যামেরার কথা বলতে গেলে, এর পিছনে ৩২ এমপি + ২ এমপি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। OPPO K12x 5G তে রয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর এবং 5100 mAh ব্যাটারি। এটি Flipkart-এ ১২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
Motorola g45 5G
Motorola g45 5G-তে রয়েছে 6.5-ইঞ্চি HD+ 120Hz IPS LCD ডিসপ্লে। এটি ৪ জিবি এবং ৮ জিবি র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এবং স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই ফোনে ৫০ এমপি + ২ এমপি ডুয়াল ক্যামেরা সেটআপ এবং সামনে ১৬ এমপি লেন্স রয়েছে। এই ফোনটিতে Snapdragon 6s Gen 3 প্রসেসর রয়েছে এবং এতে 5000 mAh ব্যাটারি রয়েছে। Flipkart-এ ছাড়ের পর, এর দাম ১১,৯৯৯ টাকা।