Best Smartwatch Amazon Deal: দুর্দান্ত বৈশিষ্ট্য, চমৎকার ডিসপ্লে, ব্লুটুথ কলিং, দুর্দান্ত স্মার্টওয়াচগুলিতে পেয়ে যান বাম্পার ছাড়। বড়দিনের আগে অ্যামাজন আপনার জন্য নিয়ে এসেছে সেরা ডিল। যাতে আপনি টপ ব্র্যান্ডের স্মার্টওয়াচগুলিতে বাম্পার ডিসকাউন্ট পাচ্ছেন।
Noise Twist Round dial Smart Watch with Bluetooth Calling: নয়েজের এই স্মার্টওয়াচটি বড়দিন উপলক্ষ্যে আপনি পাচ্ছেন 74% ছাড় । এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিংয়ের সুবিধা। এছাড়াও আপনি এই স্মার্ট ওয়াচে পাবেন সাত দিনের ব্যাটারি লাইফ। এর সাহায্যে আপনি হার্ট রেট পরীক্ষা এবং স্পিপ ট্র্যাকিংও করতে পারেন। Amazon-এ এই স্মার্ট ওয়াচটি মাত্র 1,299 টাকায় কিনতে পারছেন।
Fire-Boltt Ninja Call Pro Max 51.05mm (2.01 inch) Display Smart Watch: এই স্মার্টওয়াচটিতে রয়েছে 2 ইঞ্চি ডিসপ্লে। এতে ব্লুটুথ কলিংয়ের সুবিধাও রয়েছে। রক্তের অক্সিজেন লেভেল মনিটরিং করার সুবিধা পাবেন এই স্মার্ট ওয়াচে। আমাজনে এর দাম বর্তমানে মাত্র 1299 টাকা।
boAt Lunar Discovery w/ 1.39" (3.5 cm) HD Display Smart Watch: এই স্মার্ট ঘড়িটি মহিলা এবং পুরুষ উভয়েই ব্যবহার করতে পারবেন। এতে আপনাকে এসওএস ইমার্জেন্সি সিস্টেম দেওয়া হচ্ছে। এর লুকও বেশ ক্লাসি। Amazon থেকে আপনি বর্তমানে এই স্মার্ট ওয়াচটি 1,549 টাকায় কিনতে পারবেন।
Fastrack New Limitless X2 Smartwatch : এই স্মার্টওয়াচটিতে রয়েছে ফাস্ট চার্জিং ফিচার। মাত্র 10 মিনিটে চার্জ করে সারাদিন ব্যবহার করতে পারেন। রয়েছে ব্লুটুথ কলিংয়ের সুবিধাও। Amazon-এ এই স্মার্ট ওয়াচটি 1,500 টাকায় কিনতে পারবেন।