আপনার ফোনে কি ইনবিল্ট ছিল না প্লেস্টোর ? ডাউনলোড করতে হয়েছে? ডাউনলোড করতে গিয়ে ভুলবশত GPlayed ডাউনলোড করেননি তো? তাহলেই কিন্তু সর্বনাশ। হ্যাকারদের কাছে আপনার ফোনের যাবতীয় তথ্য পৌছে যাবে GPlayed এর মাধ্যমে। এমনকি খারাপও হয়ে যেতে পারে ডিভাইসটি।
অ্যান্ড্রয়েডের নতুন ট্রোজান, যার লোগো হুবহু গুগল প্লের মত। Cisco Talos এর গবেষকরা আবিষ্কার করেছেন যে গুগল প্লেস্টোরের অনুরূপ আইকনটি GPlayed ব্যবহার করেছে। একটি ব্লগ পোস্টে গবেষকরা বর্ণনা করেছেন যে ট্রোজানটিতে অনেকগুলি অন্তর্নির্মিত ক্ষমতা রয়েছে। এটি অত্যন্ত শক্তিশালী, এর মধ্যে দিয়ে অনায়াসেই আপনার ফোনে ঢুকে পড়তে পারে ভাইরাস। হ্যাকাররা অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য 'Google Play Marketplace' নামে একটি অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার নিয়ে এসেছে।
আরও পড়ুন: হ্যাকারদের মূল লক্ষ্য ডিজিটাল পেমেন্ট; রেহাই নেই আইফোন ব্যবহারকারীদেরও
ফেসবুকের পর অ্যানড্রয়েড হ্যাক করতে উঠে পড়ে লেগেছে হ্যাকাররা। আপনি ভুলবশত যদি ও ম্যালওয়্যারটা ডাউনলোড করে ফেলেন তাহলে হ্যাকারদের নজরে পড়ে যাবে আপনার ফোন ।
ইতিমধ্যে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন কীভাবে দূরে থাকবেন এই হুবহু নকল প্লেস্টোর থেকে। অনেকের ফোনে ইন-বিল্ট গুগল প্লেস্টোর না থাকলে গুগল সার্চ করে অনেকসময় ডাউনলোড করে থাকি প্লেস্টোর। এক্ষেত্রেই ঘটে যেতে পারে বিপদ। কোনো অ্যাপ সেখান থেকে ডাউনলোড করলে আপনার অগোচরেই যাবতীয় তথ্য হাজির হয়ে যাবে হ্যাকারদের কাছে। ব্যাঙ্কিং ট্রানজাকশানের সব কিছুই মূলত ফোনের মাধ্যমে করে থাকি আমরা। এই অ্যাপটি ডাউনলোড করলে ওই সমস্ত তথ্যের নাগাল পেয়ে যাবে হ্যাকাররা। ভবিষ্যতে এই ট্রোজান আপনার ডিভাইসে আরও ক্ষতি ডেকে আনতে পারে, আপনার ফোন খারাপও হয়ে যেতে পারে।
এক ব্লগ পোস্টে জানানো হয়েছে এই ট্রোজান ক্রমশ ক্ষতিকারক হয়ে ওঠার ক্ষমতা রাখে। ভবিষ্যতে নতুন কোডের মাধ্যমে এই ট্রোজান আরও বিশাল আকার ধারণ করতে পারে। অর্থাৎ এই ট্রোজান কোন ভাবে আপডেট না করেই নতুন কোড এনে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অ্যান্ড্রয়েড ট্রোজান জিপিলেড বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, যদিও ব্যবহারকারীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত কারণ জাল অ্যাপ্লিকেশন সহজেই Google Playstore এর সঙ্গে বিভ্রান্তের সৃষ্টি করতে পারে।
Android.banker.A2f8a নামে পরিচিত ম্যালওয়্যার সম্ভবত ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে, ওটিপি আটকে রাখতে পারে যে ওটিপিগুলি নিয়ে যোগাযোগ করে কিছু ব্যাংকিং অ্যাপ্লিকেশনের সঙ্গে আপনার অজান্তেই কাজকর্ম চালিয়ে যেতে পারে।
Read the full story in English.