Advertisment

Blinkit ambulance service: মানুষের আবেগ ছুঁয়ে নয়া পরিষেবা চালু Blinkit-এর, এবার ১০ মিনিটেই মিলবে অ্যাম্বুলেন্স

Blinkit ambulance service: ব্লিঙ্কিট এখন কেবল অনলাইন খাবার বা অন্যান্য জিনিসপত্র ডেলিভারির মধ্যে নিজেকে আটকে না রেখে নতুন বছরের শুরুতেই হাজির নয়া পরিষেবা নিয়ে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Blinkit offers 10 minutes  ambulance service

এখন মাত্র ১০ মিনিটেই মিলবে অ্যাম্বুলেস পরিষেবা। Photograph: (ফাইল ছবি)

Blinkit ambulance service:  ব্লিঙ্কিট এখন কেবল অনলাইন খাবার বা অন্যান্য জিনিসপত্র ডেলিভারির মধ্যে নিজেকে আটকে না রেখে নতুন বছরের শুরুতেই হাজির নয়া পরিষেবা নিয়ে। এখন মাত্র ১০ মিনিটেই মিলবে অ্যাম্বুলেস পরিষেবা। হ্যাঁ, ব্লিঙ্কিট ভারতে একটি নতুন অ্যাম্বুলেন্স  পরিষেবা শুরু করেছে, যেখানে বিশেষ প্রয়োজনে মাত্র ১০ মিনিটের মধ্যে মিলবে অ্যাম্বুলেন্স। 

Advertisment

ব্লিঙ্কিটের সিইও Albinder Dhindsa- নিজেই এক্স অ্যাকাউন্টে এই তথ্য শেয়ার করেছেন। বর্তমানে  কোম্পানি দিল্লি এনসিআর- গুরুগ্রাম অঞ্চলে এই পরিষেবা শুরু করেছে। আগামীদিনে ভারতের প্রায় প্রতিটি বড় শহরে মিলবে এই বিশেষ পরিষেবা। এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে।  

কোম্পানির তরফে জানানো হয়েছে বিশেষ প্রয়োজনে মাত্র ১০ মিনিটের মধ্যেই মিলবে অ্যাম্বুলেন্স পরিষেবা।  পাশাপাশি সংস্থা জানিয়েছে স্রেফ মুনাফা নয় সাশ্রয়ী মূল্যে মানুষকে পরিষেবা প্রদানের লক্ষ্যেই নতুন এই সার্ভিস চালু করা হয়েছে। অ্যাম্বুলেন্সে প্যারামেডিক্যাল স্টাফ, ড্রাইভার এবং একজন অ্যাসিট্যান্ট থাকবে। এর পাশাপাশি  অ্যাম্বুলেন্সগুলিতে থাকবে অক্সিজেন সিলিন্ডার, একটি AED (অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর), একটি স্ট্রেচার, একটি মনিটর, একটি সাকশন মেশিন এবং প্রয়োজনীয় জরুরি জীবনদায়ি  ওষুধ এবং ইনজেকশন।

Advertisment

কোম্পানির লক্ষ্য আগামী দুই বছরের মধ্যে সমস্ত বড় শহরে এই পরিষেবাটি চালু করা। এই পরিষেবাটি অনেক রোগী অ তাদের পরিবারকে উপকৃত করবে যাদের তাত্ক্ষণিক অ্যাম্বুলেন্স পরিষেবা প্রয়োজন।

Tech News
Advertisment