Passport-sized photos: ব্লিঙ্কিট চালু হল নতুন পরিষেবা, এখন ঘরে বসেই মাত্র ১০ মিনিটে পেয়ে যান পাসপোর্ট সাইজের ছবি।
জীবনের কোনো না কোনো সময়ে গুরুত্বপূর্ণ কাজে আমাদের সকলেরই পাসপোর্ট সাইজের ছবি দরকার। অনেক ক্ষেত্রে শেষ মুহূর্তে হাতের সামনে পাসপোর্ট সাইজের ছবি না পাওয়ায় আমরা চিন্তিত হয়ে পড়ি। মোবাইলে অনেকের পাসপোর্ট সাইজের ছবি তোলা থাকলেও তা প্রিন্ট করার উপযুক্ত স্থান অনেক সময়তেই পাওয়া যায় না। এই সকল ঝামেলা থেকে এবার মুহূর্তে মিলবে স্বস্তি।
সর্বশেষ পাসপোর্ট সাইজের ছবি না থাকাটা বেশ ঝামেলার হয়ে দাঁড়ায়। অনেক সময় ঘরের বাইরে গিয়ে ছবি তোলারও সময় থাকে না। এমন পরিস্থিতিতে এখন ঘরে বসেই পেতে পারেন পাসপোর্ট সাইজের ছবি। তাও মাত্র ১০ মিনিটেই।
ব্লিঙ্কিটের তরফে এক ট্যুইট বার্তায় জানানো হয়েছে "ভিসা ডকুমেন্টেশন, অ্যাডমিট কার্ড বা ভাড়ার চুক্তির জন্য আপনার কি কখনও শেষ মুহূর্তের পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন? আজ থেকে, দিল্লি এবং গুরুগ্রামের ব্লিঙ্কিট গ্রাহকরা ১০ মিনিটের মধ্যে একটি পাসপোর্ট ফটো অর্ডার করতে পারবেন!" আগামী সময়ে দেশের অন্যান্য শহরেও এই পরিষেবা চালু করা হবে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন - < Jio Phone 5G: দীর্ঘ অপেক্ষার অবসান! চলতি মাসেই বাজারে আসছে সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন, jio-র আরেক চমক >
কীভাবে গ্রাহকরা সহজেই ব্লিঙ্কিটের মাধ্যমে পাসপোর্ট আকারের ফটো অর্ডার করতে পারেন? গ্রাহকরা হয় বিদ্যমান ছবি আপলোড করতে পারেন বা তাদের ফোন ব্যবহার করে নতুন ছবি তুলতে পারেন। একবার আপলোড হয়ে গেলে, Blinkit-এর সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ড সরিয়ে দেবে এবং প্রয়োজন অনুসারে ছবির আকার পরিবর্তন করবে। কত কপি পাসপোর্ট ছবি দরকার তা উল্লেখ করতে হবে গ্রাহকদের। এর পর আকর্ষণীয় এবং সুন্দরভাবে ডিজাইন করা খামে সেই ছবি বিতরণ করা হবে।