Blood Cancer Cure:মাত্র ৯ দিনে 'ব্লাড ক্যান্সারের' চিকিৎসা!বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার! বিজ্ঞানীদের কুর্নিশ, মিলল আশার আলো

Blood Cancer Cure: ক্যান্সারের নাম শুনলেই মানুষের মনের মধ্যে যেন আতঙ্ক দানা বাঁধে। আর যদি সেই ক্যান্সার হয় ব্লাড ক্যান্সার, তাহলে সেই আতঙ্কের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। তবে এবার ভারতের চিকিৎসা জগতে এল আশার নতুন আলো।

Blood Cancer Cure: ক্যান্সারের নাম শুনলেই মানুষের মনের মধ্যে যেন আতঙ্ক দানা বাঁধে। আর যদি সেই ক্যান্সার হয় ব্লাড ক্যান্সার, তাহলে সেই আতঙ্কের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। তবে এবার ভারতের চিকিৎসা জগতে এল আশার নতুন আলো।

author-image
IE Bangla Tech Desk
New Update
blood-cancer-treatment-9-days-formaldehyde-danger

মাত্র ৯ দিনে 'ব্লাড ক্যান্সারের' চিকিৎসা!বিশ্বমঞ্চে ভারতের জয়জয়কার! বিজ্ঞানীদের কুর্নিশ, মিলল আশার আলো

Blood Cancer Cure: মাত্র ৯ দিনে 'ব্লাড ক্যান্সারের' চিকিৎসা! ভারতীয় গবেষণায় মিলল আশার আলো, সতর্কতা 'সৌন্দর্য পণ্য' নিয়েও!

Advertisment

ক্যান্সারের নাম শুনলেই মানুষের মনের মধ্যে যেন আতঙ্ক দানা বাঁধে। আর যদি সেই ক্যান্সার হয় ব্লাড ক্যান্সার, তাহলে সেই আতঙ্কের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। তবে এবার ভারতের চিকিৎসা জগতে এল আশার নতুন আলো। ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (CMC) এবং ICMR-এর যৌথ গবেষণায় দাবি করা হয়েছে, ব্লাড ক্যান্সারের আধুনিক চিকিৎসা এখন মাত্র ৯ দিনের মধ্যেই সম্ভব। তামিলনাড়ুর ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) পরিচালিত একটি যৌথ গবেষণায় এই দাবিটি সামনে এসেছে।

গরমে ঠকঠক করে কাঁপবেন! এত সস্তায় এসি ভাবাই যায় না, অফার দেখেই হুড়োহুড়ি, জানেন কত ইউনিট বিক্রি হল?

এই নতুন প্রযুক্তিটি কী?

Advertisment

এই নতুন চিকিৎসা পদ্ধতির নাম দেওয়া হয়েছে 'ভেল-কার-টি'। এটি CAR-T সেল থেরাপির দেশীয় সংস্করণ। এই কৌশলে, রোগীর রোগ প্রতিরোধ ব্যবস্থার টি-সেলগুলিকে এমনভাবে প্রস্তুত করা হয় যাতে সেগুলি সরাসরি ক্যান্সার কোষগুলিকে ধ্বংস করতে পারে।
এই কৌশলটি পরীক্ষামূলকভাবে কিছু রোগীর উপর প্রয়োগ করা হয়। ৮০% রোগীর ক্ষেত্রে, ১৫ মাসে আর ক্যান্সার ফিরে আসেনি। থেরাপি প্রক্রিয়াটি মাত্র ৯ দিনের সম্পন্ন সম্ভব। খরচও অনেক কম।

এই থেরাপি তীব্র লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (ALL) এবং বৃহৎ বি-কোষ লিম্ফোমা (LBCL)-এর মতো ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর। আইসিএমআর বলছে যে এই প্রযুক্তি সম্পূর্ণরূপে দেশীয়, যার কারণে চিকিৎসার খরচ লক্ষ লক্ষ টাকার পরিবর্তে বেশ সাশ্রয়ী হতে পারে। যারা ব্যয়বহুল চিকিৎসার কারণে তাদের চিকিৎসা করাতে পারছেন না, তাদের জন্য এটি একটি বড় স্বস্তি দেবে। 

আপনি যদি প্রতিদিন শ্যাম্পু, বডি লোশন, ফেস ওয়াশ বা সাবান ব্যবহার করেন, তাহলে আজই সতর্ক হোন। মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। এই ধরণের প্রোডাক্টে মিলেছে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক 'ফর্মালডিহাইড'। শ্যাম্পু, লোশন, বডি ওয়াশ এবং আইল্যাশ  মতো পণ্যেও এর উপস্থিতি মিলেছে। 

টেলিকম ইতিহাসে বিপ্লব! সবচেয়ে বড় প্রস্তুতি, এই শহরগুলিতে BSNL 5G ট্রায়াল শুরু, এখনই চেক করুন স্মার্টফোনের নেটওয়ার্ক

গবেষণার প্রধান ডঃ রবিন ডডসন বলেন, "এই রাসায়নিকগুলি এমন পণ্যগুলিতে থাকে যা আমরা প্রতিদিন আমাদের সারা শরীরে ব্যবহার করি। বারবার সংস্পর্শে এলে এর প্রভাব বৃদ্ধি পায় এবং গুরুতর অসুস্থতার কারণ হতে পারে।" তিনি আরও বলেন যে, ক্রেতাদের পক্ষে এই ধরনের রাসায়নিক শনাক্ত করা কঠিন।  

কিভাবে আপনি নিজেকে রক্ষা করতে পারেন?

  • পণ্য কেনার আগে লেবেলটি ভালো করে পড়ুন।
  • "-ইউরিয়া" বা "-হাইডানটোইন" ধারণকারী প্রিজারভেটিভ এড়িয়ে চলুন।
  • প্রাকৃতিক বা জৈব পণ্য পছন্দ করুন।
  • পণ্য কেনার আগে উপাদান তালিকা ভালো করে পড়ুন
  • ফর্মালডিহাইড-মুক্ত, প্রাকৃতিক বা অর্গানিক পণ্য ব্যবহার করুন
  • ঘরে তৈরি বিকল্প বেছে নিন
  • প্যাকেজিং-এ "Formaldehyde-free" ট্যাগ খুঁজুন
ICMR cancer