New Update
/indian-express-bangla/media/media_files/2025/05/23/DFc7gPLX6pmZWkyUxEYU.jpg)
5G ট্রায়াল চলছে, কীভাবে বুঝবেন আপনি সুবিধা পাচ্ছেন?
BSNL 5G: BSNL বর্তমানে এক লক্ষ 4G টাওয়ার স্থাপনের প্রকল্পে কাজ করছে, যার মধ্যে ৮৪,০০০টির বেশি টাওয়ারের ইনস্টলেশন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
5G ট্রায়াল চলছে, কীভাবে বুঝবেন আপনি সুবিধা পাচ্ছেন?
BSNL 5G: ভারতের সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) দেশজুড়ে 5G নেটওয়ার্ক চালুর পথে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই BSNL দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে 5G নেটওয়ার্ক ট্রায়াল শুরু করেছে। দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, চেন্নাই, কলকাতা, লখনউ, পাটনা, ভোপাল, চণ্ডীগড়, জয়পুর, কানপুর, পুনে, কোয়েম্বাটোর ও বিজয়ওয়াড়ার মতো শহরে 5G পরীক্ষার কাজ চলছে।
BSNL বর্তমানে এক লক্ষ 4G টাওয়ার স্থাপনের প্রকল্পে কাজ করছে, যার মধ্যে ৮৪,০০০টির বেশি টাওয়ারের ইনস্টলেশন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই 4G টাওয়ারগুলি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ভবিষ্যতে সহজেই 5G তে আপগ্রেড করা যায়। টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং BSNL-এর চেয়ারম্যান রবার্ট জে রবি জানিয়েছেন, ২০২৫ সালের জুনের মধ্যেই দেশব্যাপী BSNL 5G পরিষেবা চালু করতে প্রস্তুত।
যদিও এখনো BSNL আনুষ্ঠানিকভাবে 5G পরিষেবা লঞ্চ করেনি, তবে নির্বাচিত শহরগুলিতে পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই 5G স্পিড পাচ্ছেন। আপনি যদি এই শহরগুলির কোনও একটিতে থাকেন, তাহলে আপনার ফোনে নিচের ধাপগুলি অনুসরণ করে 5G অ্যাকটিভ করতে পারেন
সিম 4G অথবা 5G এনাবেল কিনা পরীক্ষা করুন
ফোনের Settings > Mobile Network > Preferred Network Type-এ গিয়ে 5G/4G/3G/2G (Auto) অথবা 5G Only বেছে নিন
BSNL সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে 4G এবং 5G রোলআউট করছে, যা আত্মনির্ভর ভারতের অন্যতম নিদর্শন। BSNL-এর উদ্দেশ্য হলো গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দেওয়া।
টেলিকমটক-এর রিপোর্ট অনুযায়ী, BSNL-এর এই প্রকল্পে শুধুমাত্র প্রযুক্তিগত বিপ্লব নয়, বরং গ্রামীণ ও শহুরে উভয় এলাকায় ডিজিটাল কানেক্টিভিটি নিশ্চিত করার দিকেও জোর দেওয়া হয়েছে।
BSNL 2025 সালের মধ্যে সমস্ত বড় শহর ও রাজ্যের রাজধানীতে 5G পরিষেবা শুরু করতে চায়। একবার 1 লক্ষ 4G সাইট স্থাপন শেষ হলে, ধাপে ধাপে সেগুলিকে 5G-তে আপগ্রেড করা হবে। এই লক্ষ্যে দেশীয় প্রযুক্তি কোম্পানিগুলির সহায়তায় কাজ করছে সরকার।