Chandra Grahan 2025: 'ব্লাড মুন' কী? বছরে চাঁদ কতবার রঙ বদল করে? জানেন না ৯০ শতাংশ মানুষ

Chandra Grahan 2025: রবিবার ভারতে বছরের দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিদ্যার ভাষায় একে বলা হয় ব্লাড মুন। এই বিশেষ মুহূর্তে চাঁদ লালচে আভা ধারণ করবে। ২০২২ সালের পর এটাই সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের, যেটি প্রায় ৮২ মিনিট স্থায়ী হবে।

Chandra Grahan 2025: রবিবার ভারতে বছরের দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিদ্যার ভাষায় একে বলা হয় ব্লাড মুন। এই বিশেষ মুহূর্তে চাঁদ লালচে আভা ধারণ করবে। ২০২২ সালের পর এটাই সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের, যেটি প্রায় ৮২ মিনিট স্থায়ী হবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
cats

'ব্লাড মুন' কী? বছরে চাঁদ কতবার রঙ বদল করে? জানেন না ৯০ শতাংশ মানুষ

Chandra Grahan 2025: রবিবার ভারতে বছরের দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিদ্যার ভাষায় একে বলা হয় ব্লাড মুন। এই বিশেষ মুহূর্তে চাঁদ লালচে আভা ধারণ করবে। ২০২২ সালের পর এটাই সবচেয়ে দীর্ঘ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের, যেটি প্রায় ৮২ মিনিট স্থায়ী হবে।

Advertisment

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে। এর ফলে সরাসরি সূর্যের আলো চাঁদে পৌঁছাতে পারে না এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। তবে সম্পূর্ণ অন্ধকার না হয়ে, চাঁদ তখন লাল বা কমলা রঙে জ্বলজ্বল করে ওঠে।

ব্লাড মুন আসলে কী?

ব্লাড মুন বা লাল চাঁদ হলো এমন একটি দৃশ্য যা কেবল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় দেখা যায়। পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ফিল্টার করে দেয়। নীল আলো ছড়িয়ে যায়, আর লাল ও কমলা রশ্মি চাঁদের পৃষ্ঠে পৌঁছে প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে। এর ফলেই চাঁদকে লালচে বা তামাটে রঙের দেখা যায়। বিশেষত্ব হলো, সূর্যগ্রহণের মতো চশমা ছাড়াই খোলা চোখে এই দৃশ্য নিরাপদে দেখা সম্ভব।

Advertisment

বছরে কতবার রঙ বদলায় চাঁদ?

চাঁদ নিজে তার রঙ পরিবর্তন করে না। আসলে এর প্রকৃত রঙ ধূসর। পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে বিভিন্নভাবে প্রতিফলিত করে, যার ফলে আমরা কখনও চাঁদকে সাদা, কখনও হলুদ, কমলা বা লালচে দেখি।

যখন চাঁদ আকাশের উচ্চ স্থানে থাকে, তখন সেটি উজ্জ্বল ও সাদা দেখায়। আর দিগন্তের কাছাকাছি এলে এর আলোকে ঘন বায়ুমণ্ডলীয় স্তর ভেদ করতে হয়। তখন নীল আলো আরও বেশি ছড়িয়ে পড়ে এবং চাঁদ হলুদ বা কমলা আভা পায়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই পরিবর্তন স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।

অর্থাৎ, বছরের বিভিন্ন সময়ে চাঁদ আমাদের চোখে ভিন্ন ভিন্ন রঙে ধরা দেয়—কখনও সাদা, কখনও হলুদ বা কমলা, আর গ্রহণের সময় রূপ নেয় রহস্যময় ব্লাড মুনে।

আরও পড়ুন- কমে গেল GST, দীপাবলির আগে হাজার হাজার টাকা সস্তায় কিনুন Royan Enfield Hunter

lunar eclipse