BMW Electric Scooter: বিলাসবহুল গাড়ি প্রস্তুতকারক সংস্থা BMW-এর মোটরসাইকেল ডিভিশন BMW Motorrad ভারতের বাজারে তাদের CE 04 ইলেকট্রিক স্কুটারের নতুন কালার ভেরিয়েন্ট লঞ্চ করেছে। নতুন এই মডেলটিতে তেমন কোনও যান্ত্রিক পরিবর্তন না থাকলেও, এতে যুক্ত হয়েছে কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য ও নতুন আপডেটেড ডিজাইন।
রঙ ও ভেরিয়েন্ট:
BMW CE 04 এখন পাওয়া যাচ্ছে তিনটি ভিন্ন ভেরিয়েন্টে। বেস মডেলটি হালকা সাদা ইউনিকলার ফিনিশে আসে, যার সঙ্গে রয়েছে কালো-ধূসর সিট ও ক্লিয়ার উইন্ডশিল্ড। অ্যাভান্টগ্রেড মডেলটিতে রয়েছে গ্র্যাভিটি ব্লু মেটালিক ফিনিশ এবং সাও পাওলো ইয়েলো রঙের হাইলাইট। এক্সক্লুসিভ ভেরিয়েন্টে যুক্ত হয়েছে স্পেসসিলভার মেটালিক ফিনিশ ও বিল্ট-ইন হ্যান্ড গার্ড, উত্তপ্ত গ্রিপ এবং উন্নত আপহোলস্ট্রিং।
ফিচার ও প্রযুক্তি:
এই ইলেকট্রিক স্কুটারটি ৮.৫ কিলোওয়াট ব্যাটারিতে চলে এবং সিঙ্গেল চার্জে প্রায় ১৩০ কিমি রেঞ্জ দেয়। BMW Wallbox চার্জার সহ স্ট্যান্ডার্ড চার্জার দিয়ে ০-৮০% চার্জ হতে সময় লাগে প্রায় ৩.৩ ঘণ্টা।
স্কুটারটির সর্বোচ্চ গতি ১২০ কিমি/ঘণ্টা এবং এটি মাত্র ২.৬ সেকেন্ডে ০ থেকে ৫০ কিমি/ঘণ্টা স্পিডে পৌঁছাতে পারে। এতে রয়েছে লিকুইড-কুলড, স্থায়ী-চৌম্বক সিঙ্ক্রোনাস মোটর যা ৪২ bhp শক্তি এবং ৬২ Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম।
সেফটি ও কানেক্টিভিটি:
CE 04-এ রয়েছে অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), সামনে ডাবল ডিস্ক ব্রেক ও পিছনে সিঙ্গেল ডিস্ক। এতে রয়েছে ১০.২৫ ইঞ্চির TFT স্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি এবং প্রথমবারের মতো ইন-বিল্ট নেভিগেশন ম্যাপিং। এছাড়া আছে তিনটি রাইডিং মোড - ইকো, রেইন ও রোড এবং ঐচ্ছিক ডাইনামিক প্যাকেজের মাধ্যমে প্রো রাইডিং মোডও যোগ করা যাবে।
দাম ও লঞ্চ:
BMW CE 04 স্কুটারটির দাম ভারতে প্রায় 15.25 লক্ষ (এক্স-শোরুম)। তবে নতুন ভেরিয়েন্ট কবে লঞ্চ হবে, সে সম্পর্কে এখনও সংস্থার পক্ষ থেকে কিছু জানানো হয়নি।