Advertisment

MALE Drone: আরও শক্তিশালী ভারত, BSF-এর হাতে অত্যাধুনিক MALE ড্রোন, ভারতের শক্তিতে বুক কাঁপছে বাংলাদেশ-পাকিস্তানের

BSF New Weapon: ভারতের সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করতে, বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) মধ্যম উচ্চতা লং এন্ডুরেন্স (MALE) ড্রোন কেনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অনুমোদন চেয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSF New Weapon:

আরও শক্তিশালী ভারত Photograph: (ফাইল ছবি)

BSF New Weapon: উত্তাল বাংলাদেশ! দিকে দিকে চলছে অশান্তি, হিন্দু নির্যাতনের ঘটনা। বাড়ছে অনুপ্রবেশ। এর মাঝেই সীমান্তে নজরদারি জোরদার করতে বিএসএফ স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে বিশেষ ড্রোন ব্যবহারের অনুমোদন চেয়েছে। নজরদারির জন্য বিশেষ  MALE ড্রোন কেনার পরিকল্পনা করছে BSF। অত্যাধুনিক প্রযুক্তির এই ড্রোনগুলি বিশেষত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে নজরদারির জন্য ব্যবহার করা হয়।   

Advertisment

ভারতের সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করতে, বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) মধ্যম উচ্চতা লং এন্ডুরেন্স (MALE) ড্রোন কেনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অনুমোদন চেয়েছে। ঘন বনাঞ্চল থেকে শুরু যে অঞ্চলে নেই কোন বেড়া  সেই সব অঞ্চলে নজরদারির জন্যই এই বিশেষ ড্রোন হাতে নেওয়ার জন্য কেন্দ্রের অনুমদন চেয়েছে সীমান্ত রক্ষী বাহিনী।

সীমান্তে ক্রমবর্ধমান অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে বিএসএফের এই পদক্ষেপ। MALE ড্রোনগুলির মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় একটানা  উড়তে সক্ষম।  এই অত্যাধুনিক ড্রোনে রয়েছে অত্যাধুনিক সেন্সর এবং হাই-রেজোলিউশন ক্যামেরা। পাশাপাশি রয়েছে সকল অত্যাধুনিক সুবিধা। দিন-রাত যেকোনো আবহাওয়ায় সমান তালে কাজ করতে সক্ষম এই ড্রোন।  রিয়েল-টাইম ডেটা ট্রান্সমিশনের সুবিধা রয়েছে এই ড্রোনে।  

Advertisment

MALE ড্রোনগুলি রিফুয়েলিং বা ব্যাটারি চার্জিং ছাড়াই দীর্ঘ সময়ের জন্য নজরদারি পরিচালনা করতে পারে। যা ভারত-পাকিস্তান এবং ভারত-বাংলাদেশের মতো সীমান্তে নজরদারির জন্য বিশেষ কাজে আসবে। মিডিয়াম অল্টিটিউড লং এন্ডুরেন্স (MALE)  দশহাজার থেকে ত্রিশ হাজার পর্যন্ত উচ্চতায় উড়ে যেতে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তা, নজরদারির পাশাপাশি শত্রুপক্ষকে আক্রমণের জন্যও এই ড্রোন ব্যবহৃত হয়।

বিএসএফ সূত্র জানিয়েছে বড় এলাকায় ক্রমাগত নজরদারিতে এই ধরণের ড্রোন বিশেষ কাজে আসবে। স্বরাষ্ট্র মন্ত্রক BSF-এর প্রস্তাবটি নিয়ে ইতিমধ্যে  বিবেচনা শুরু করেছে। কারণ এই পদক্ষেপ শুধু সীমান্ত নিরাপত্তাকে আধুনিক করবে না, এটি ভারতের জাতীয় নিরাপত্তাকে প্রযুক্তিগতভাবে শক্তিশালী করবে।

BSF Drone
Advertisment