/indian-express-bangla/media/media_files/2025/06/11/0MH7MTnwTLQJFlWtkdTm.jpg)
বেসরকারি টেলিকম কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতার আসরে মাস্টারপ্ল্যান BSNL-এর!
বেসরকারি টেলিকম কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতার আসরে মাস্টারপ্ল্যান BSNL-এর! সংস্থা নিয়ে এল 1499 টাকার প্ল্যান। এই প্ল্যানটিতে পাবেন 336 দিনের মেয়াদ, সীমাহীন কলিং এবং 24GB ডেটা। প্রতিদিন 100 টি SMS-ও পাবেন ইউজাররা। এই প্ল্যানটি সেইসব ব্যবহারকারীদের জন্য আদর্শ যারা ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়াতে চান।
আরও পড়ুন- কম বাজেটে রিচার্জ হবে জিও সিম, জানুন ১৮৯ ও ৪৪৮ টাকার বেস্ট সস্তা প্ল্যানের ডিটেলস
বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতার আসরে নামতে নতুন দীর্ঘমেয়াদি প্রিপেইড প্ল্যান নিয়ে এল বিএসএনএল (BSNL)। রাষ্ট্রায়ত্ত এই সংস্থা সম্প্রতি 1499 টাকার একটি আকর্ষণীয় প্ল্যান চালু করেছে, যেখানে ব্যবহারকারীরা পাবেন 336 দিনের বৈধতা, আনলিমিটেড কলিং সুবিধা এবং মোট 24 জিবি ডেটা। এছাড়াও, প্রতিদিন ১০০টি করে এসএমএস পাঠানোর সুযোগও থাকছে এই প্ল্যানে।
কোম্পানির দাবি, এই প্ল্যানটি বিশেষভাবে সেই সকল ইউজারদের কথা চিন্তা করে আনা হয়েছে যারা যারা ঘন ঘন রিচার্জের ঝামেলা এড়িয়ে দীর্ঘমেয়াদি রিচার্জের সুবিধা পেতে চান। একবার রিচার্জ করলেই প্রায় ১১ মাস পর্যন্ত নিশ্চিন্তে মোবাইল পরিষেবা ব্যবহার করা যাবে, কোনও অতিরিক্ত রিচার্জের প্রয়োজন হবে না।
বিএসএনএল তাদের অফিশিয়াল এক্স (X) হ্যান্ডেলে জানিয়েছে, এই নতুন প্ল্যানের মূল আকর্ষণ হল এর “স্মার্ট রিচার্জ” ট্যাগলাইন। সংস্থার বক্তব্য, এটি “Smart Recharge for Smart Users” — অর্থাৎ যারা পরিকল্পিতভাবে কম খরচে দীর্ঘদিনের সুবিধা নিতে চান, তাঁদের জন্য এটি সেরা বিকল্প।
আরও পড়ুন-২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬,৫০০mAh ব্যাটারি-সহ বাজারে নতুন পাওয়ারফুল স্মার্টফোন
ডেটা ব্যবহারের দিক থেকে এই প্ল্যানটি বিশেষভাবে উপযুক্ত তাঁদের জন্য, যারা মাঝেমধ্যে ইন্টারনেট ব্যবহার করেন। এই প্ল্যানে মোট 24 জিবি ডেটা প্রায় 11 মাসের জন্য দেওয়া হচ্ছে। সঙ্গে দেশের যেকোনও প্রান্তে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা থাকছে, যা এই প্ল্যানটিকে আরও লাভজনক করে তুলেছে।
উল্লেখ্য, সম্প্রতি বিএসএনএল তাদের ৪জি পরিষেবা চালু করেছে এবং খুব শিগগিরই ৫জি সার্ভিস চালুর প্রস্তুতিও নিচ্ছে। এর আগে সংস্থাটি ৬০০ জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং সুবিধাযুক্ত বার্ষিক প্ল্যান চালু করেছিল। এবার 1499 টাকার এই নতুন অফার সংস্থার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ।
আরও পড়ুন-বেশি mAh মানেই কি ভালো ব্যাটারি? জানুন আসল সত্যিটা!