/indian-express-bangla/media/media_files/2025/08/07/jio-news-2025-08-07-12-13-08.jpg)
সিম অ্যাকটিভেট রাখতে জিও নিয়ে এল সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান
Jio Recharge Plans: ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও (Reliance Jio) আবারও কম বাজেটের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে কিছু সাশ্রয়ী রিচার্জ প্ল্যান। দেশের প্রায় প্রতিটি কোণে এখন জিওর নেটওয়ার্ক পৌঁছে গেছে এবং কোটি কোটি ব্যবহারকারী এই সেবার ওপর নির্ভর করছেন। একসময় ফ্রি সিম ও সস্তা ডেটা অফারের মাধ্যমে জিও টেলিকম জগতে বিপ্লব এনেছিল। যদিও বর্তমানে দাম কিছুটা বেড়েছে, তবুও কোম্পানির কাছে এখনও রয়েছে এমন কিছু লো বাজেট রিচার্জ প্ল্যান (low budget recharge plan)। যা দিয়ে আপনি সহজেই নিজের সিম সক্রিয় রাখতে পারবেন।
অন্যতম জনপ্রিয় কম বাজেটের প্যাক
বর্তমান মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Jio 448 plan হলো কোম্পানির অন্যতম জনপ্রিয় কম বাজেটের প্যাক। এই প্ল্যানে আপনি পাচ্ছেন Unlimited Calling যেকোনো নেটওয়ার্কে, 1000 SMS সম্পূর্ণ ফ্রি, Jio TV ও JioAICloud-এর এক্সেস, Validity: ৮৪ দিন। এই প্ল্যান বিশেষভাবে তৈরি তাঁদের জন্য যাঁরা দীর্ঘ সময় পর্যন্ত সিমটি চালু রাখতে চান কিন্তু বড় রিচার্জে খরচ করতে চান না। দীর্ঘ মেয়াদের ভ্যালিডিটি ও কল সুবিধার জন্য এটি এখন অনেক ব্যবহারকারীর পছন্দের তালিকায়।
আরও পড়ুন- মেগাপিক্সেল ক্যামেরা ও ৬,৫০০mAh ব্যাটারি-সহ বাজারে নতুন পাওয়ারফুল স্মার্টফোন
যাঁরা ডেটা ব্যবহার করেন বেশি কিন্তু বাজেট রাখতে চান সীমিত, তাঁদের জন্য Jio 189 recharge plan একটি আদর্শ বিকল্প। এই প্ল্যানে থাকছে ২GB ডেটা প্যাক (28 Days), Unlimited Calling, ৩০০ SMS, Jio TV ও JioAICloud Access। এই প্ল্যানটি বিশেষভাবে উপকারী তাঁদের জন্য যারা মাসিক ডেটা ও কল সুবিধা চান কম খরচে। এর ২৮ দিনের ভ্যালিডিটি এবং জিওর ফ্রি অ্যাপ সেবা এটিকে দারুণ একটি অপশন বানিয়েছে।
আরও পড়ুন- বেশি mAh মানেই কি ভালো ব্যাটারি? জানুন আসল সত্যিটা!
কেন এই প্ল্যানগুলো এত জনপ্রিয়? কারণ সাশ্রয়ী বাজেট। অর্থাৎ, কম টাকায় বেশি সুবিধা। দেশের প্রায় প্রতিটি এলাকায় জিওর নেটওয়ার্ক সক্রিয়। Jio TV, JioCinema, JioAICloud-এর মতো অ্যাপ এক্সেস বিনামূল্যে। বিভিন্ন বাজেট ও ব্যবহারের ধরণ অনুযায়ী আলাদা অপশন রয়েছে। জিও ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, আগামী মাসগুলোতে তারা AI ভিত্তিক রিচার্জ রিমাইন্ডার ও স্মার্ট ডেটা অ্যানালিটিক্স চালু করবে। ফলে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন কোন প্ল্যান তাঁদের জন্য সবচেয়ে উপযুক্ত। এছাড়া Jio AI Cloud পরিষেবা আরও সম্প্রসারিত হবে, যাতে গ্রাহকরা ক্লাউড স্টোরেজ ও ডেটা সিকিউরিটির সুবিধা পাবেন।
আরও পড়ুন- 4G পরিষেবা চালুর পরই ১৩ লক্ষ গ্রাহক যুক্ত হল BSNL-এ, দারুণ নেটওয়ার্কে মুগ্ধ ইউজাররা
কার জন্য কোন প্ল্যান উপযুক্ত? ১৮৯ টাকার প্ল্যান, সেই সব মাসিক ব্যবহারকারীদের জন্য, যাঁরা মাঝারি পরিমাণ ডেটা ও কল ব্যবহার করেন। ৪৪৮ টাকার প্ল্যান, সেই সব ব্যবহারকারীদের জন্য, যাঁরা দীর্ঘ মেয়াদের ভ্যালিডিটি চান এবং ঘন ঘন রিচার্জ করতে চান না।