/indian-express-bangla/media/media_files/Hf5VBJq7FxcdF9PITGEe.jpg)
ধুঁয়াধার অফারে বাজারে আলোড়ণ
BSNL VS JIO: সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক ধামাকা অফার। বিশেষ এই প্রিপেইড প্ল্যানে আপনি পাবেন ৩৩৬ দিনের ভ্যালিডিটি। যার দাম পড়বে মাত্র ১৪৯৯ টাকা। এই প্ল্যানে ইউজাররা পাবেন সীমাহীন ভয়েস কলিং, মোট ২৪ জিবি ডেটা এবং প্রতিদিন ১০০টি বিনামূল্যে এসএমএসের সুবিধা। বিশেষ করে যারা ইন্টারনেট ডেটা কম ব্যবহার করেন এবং কলিং ও মেসেজিংয়ে বেশি করেন তাদের জন্য এটি আদর্শ একটি রিচার্জ প্যাক।
নীতা আম্বানির ১০০ কোটি টাকার গাড়ি দেখেছেন? রঙ বদলানো সুপার লাক্সারি গাড়ির ফিচার দেখলে মাথা ঘুরে যাবে!
এই প্ল্যানের দৈনিক খরচ ৫ টাকারও কম! মিলছে আনলিমিটেড কল ও এসএমএস-এর সুবিধা। পাশাপাশি এই প্ল্যানে ইউজাররা পাবেন মোট ২৪ জিবি ইন্টারনেট ডেটা। অতিরিক্ত ডেটা ব্যবহার করতে ইউজারদের আলাদা করে ডেটা ভাউচার রিচার্জ করতে হবে।
প্ল্যানের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে—সীমাহীন লোকাল ও এসটিডি কল, বিনামূল্যে ন্যাশালান রোমিং, প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস, ২৪ জিবি ডেটা এবং দীর্ঘ ৩৩৬ দিনের বৈধতা।
বিএসএনএল সম্প্রতি 5g লঞ্চের লক্ষ্যে রয়েছে। সম্প্রতি কোম্পানি ১ লক্ষ নতুন 4G/5G টাওয়ার বসিয়েছে এবং ভবিষ্যতে আরও এক লক্ষ টাওয়ার বসানোর পরিকল্পনা রয়েছে সংস্থার। এর ফলে কল ড্রপ, ইন্টারনেট স্পীড এবং দুর্বল নেটওয়ার্ক কভারেজের সমস্যা অনেকটাই কমবে বলেই আশা সংস্থার।
এক ক্লিকে বদলান ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের ডিপি! আসছে হোয়াটসঅ্যাপের নতুন Sync Feature
যেখানে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়ার মতো সংস্থাগুলি তুলনামূলক বেশি দামে কম মেয়াদের প্ল্যান দিচ্ছে, সেখানে বিএসএনএলের এই দীর্ঘমেয়াদি সাশ্রয়ী প্ল্যান বেসরকারি টেলিকম সংস্থাগুলির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
এদিকে, জিও বাজারে প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকতে নিয়ে এসেছে ১৯৫৮ টাকার বার্ষিক প্ল্যান অফার করছে, যাতে রয়েছে ৩৬৫ দিনের আনলিমিটেড কলিং, ৩৬০০ ফ্রি এসএমএস এবং জিও অ্যাপস অ্যাক্সেস। এই প্ল্যানে শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএসের সুবিধা থাকবে, কিন্তু কোনও ইন্টারনেট ডেটা দেওয়া হবে না। ট্রাই (TRAI)-এর নির্দেশ মেনে এই বিশেষ ট্যারিফ ভাউচার (STV) আনা হয়েছে, যাতে গ্রাহকরা আলাদাভাবে কল ও এসএমএস পরিষেবা পেতে পারেন।