/indian-express-bangla/media/media_files/2025/01/13/DjRQLzTJz4BwBG8wbWbU.jpg)
বেসরকারি টেলিকম কোম্পানিগুলির সঙ্গে পাল্লা দিতে ফের নতুন চমক নিয়ে এলো বিএসএনএল। (ফাইল ছবি)
Cheapest Recharge Plan: বেসরকারি টেলিকম কোম্পানিগুলির সঙ্গে পাল্লা দিতে ফের নতুন চমক নিয়ে এলো বিএসএনএল। সরকারি টেলিকম সংস্থাটি মাত্র ১৯৯ টাকার একটি নতুন প্রিপেইড প্ল্যান ঘোষণা করেছে, যেখানে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, সীমাহীন কলিং এবং ১০০টি এসএমএসের সুবিধা পাবেন। এই প্ল্যানের বৈধতা ৩০ দিন, যা একে আরও সাশ্রয়ী করে তুলেছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন প্ল্যানের তুলনা করা হয়েছে বেসরকারি তিন বড় টেলিকম অপারেটরের সমতুল্য প্ল্যানের সঙ্গে। বিএসএনএলের দাবি, তুলনায় তাদের এই প্ল্যান অনেকটাই সস্তা এবং গ্রাহকদের জন্য সুবিধাজনক। সোশ্যাল মিডিয়ায় প্রচারের সময় কোম্পানি জানিয়েছে, মাত্র ১৯৯ টাকায় ব্যবহারকারীরা নিরবচ্ছিন্ন কলিং উপভোগ করতে পারবেন এবং প্রতিদিন পাবেন ২ জিবি ডেটা। সেই সঙ্গে থাকবে ১০০টি ফ্রি এসএমএস পাঠানোর সুযোগ।
শুধু মোবাইল প্ল্যানেই নয়, সম্প্রতি ব্রডব্যান্ড গ্রাহকদের জন্যও বিশেষ অফার নিয়ে এসেছে বিএসএনএল। সংস্থা ঘোষণা করেছে, নতুন গ্রাহকরা প্রথম মাসে একেবারে বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবা পাবেন। পাশাপাশি তিন মাসের জন্য মাসিক ট্যারিফে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ, বিএসএনএলের জনপ্রিয় ফাইবার বেসিক প্ল্যানের দাম আগে ছিল ৪৯৯ টাকা, কিন্তু অফারের ফলে এখন গ্রাহকরা এটি মাত্র ৩৯৯ টাকায় পেয়ে যাবেন।
সব মিলিয়ে, প্রতিযোগিতামূলক টেলিকম বাজারে গ্রাহকদের টানতে বিএসএনএল একের পর এক সাশ্রয়ী প্ল্যান ও অফার ঘোষণা করছে।