/indian-express-bangla/media/media_files/2025/08/31/cats-2025-08-31-14-48-34.jpg)
Electric Bike: রয়্যাল এনফিল্ড ইলেকট্রিক বাইক।
Royal Enfield New Electric Bike: ভারতের বাইকপ্রেমীদের কাছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) মানেই এক ভিন্ন অনুভূতি। দীর্ঘদিন ধরে 350 cc থেকে 650 cc-র মোটরসাইকেলের বাজারে আধিপত্য বজায় রেখেছে এই ব্র্যান্ড। তবে এবার এই সংস্থা আরও বড় পদক্ষেপ নিতে চলেছে। কারণ আসছে Royal Enfield Electric Bike— যা হবে একদম নতুন প্রজন্মের টু-হুইলার।
আগাামী বছরের শুরুতে
রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের শেষ অথবা আগামী বছরের শুরুতেই বাজারে আসতে পারে Royal Enfield-এর প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল। এর নাম দেওয়া হয়েছে Flying Flea C6। একবার কিনে ফেললেই আর কোনও পেট্রোল খরচ নেই, ফলে ব্যবহারকারীরা বেশ লাভবান হবেন।
আরও পড়ুন- পুজোর আগে বিরাট চমক! iPhone 17 থেকে Galaxy S25 FE আসছে একের পর এক প্রিমিয়াম মডেল
এই বাইক মূলত আধুনিক রাইডারদের কথা মাথায় রেখে তৈরি হচ্ছে। স্টাইল, কমফোর্ট এবং লং রাইড— সব ক্ষেত্রেই এটি নতুন অভিজ্ঞতা দেবে বলে মনে করা হচ্ছে। Royal Enfield শুধু Flying Flea C6 নয়, তাদের জনপ্রিয় Himalayan সিরিজের ইলেকট্রিক ভার্সন তৈরির কাজও শুরু করেছে। অফ-রোড প্রেমীদের কাছে এটি হতে চলেছে বড় চমক। পাহাড়ি পথে বা দীর্ঘ সফরে পেট্রোল খরচের ঝামেলা থাকবে না, বরং সম্পূর্ণ ইলেকট্রিক পাওয়ারে মিলবে অনবদ্য অভিজ্ঞতা।
Royal Enfield একদিকে ইলেকট্রিক নিয়ে কাজ করছে, অন্যদিকে তাদের প্রচলিত লাইনআপেও আনছে বড়সড় আপডেট। এর মধ্যে 350 cc ফ্যামিলিতে অর্থাৎ Bullet 350 ও Meteor 350-এ আসছে নতুন রং ও ফিচার আপডেট। 450 cc Guerrilla-য় ক্যাফে রেসার স্টাইল নিয়ে আসছে। ২০২৬-২৭ নাগাদ এটা বাজারে আসতে পারে। Bullet 650 Twin, যাকে Bullet-এর বড় ভাই বলা যেতে পারে। এতে রয়েছে ট্যুইন সিলিন্ডার সহ শক্তিশালী ইঞ্জিন। এছাড়াও রয়েছে 750 cc রেঞ্জ। যা বুঝিয়ে দেয় যে আরও বড় ক্যাপাসিটির বাইক বাজারে আনার প্রস্তুতি চলছে। এভাবে গ্রাহকদের সামনে থাকছে একাধিক বিকল্প, যা প্রতিটি সেগমেন্টের বাইকারদের জন্যই উপযুক্ত হবে।
আরও পড়ুন- স্যামসাং লঞ্চ করল সবচেয়ে সাশ্রয়ী ল্যাপটপ, ফিচার থেকে দাম জানলে চমকে যেতে বাধ্য হবেন
যদিও অফিসিয়ালি দাম ঘোষণা হয়নি, তবে মনে করা হচ্ছে Flying Flea C6-এর দাম প্রিমিয়াম সেগমেন্টেই থাকবে। ভারতের ইলেকট্রিক বাইকের মধ্যে এটি হবে সবচেয়ে স্টাইলিশ ও পাওয়ারফুল অপশন। বাজারে এটি টক্কর দেবে Triumph-এর নতুন মডেলগুলিকেও।
কেন জনপ্রিয় হতে চলেছে Royal Enfield Electric Bike? তারও কিন্তু, বেশ কিছু কারণ আছে। সেগুলো হল- বিনা পেট্রোলে চলবে। যা দীর্ঘমেয়াদে অনেক সাশ্রয়। এর ব্র্যান্ড ভ্যালু, যার বাইকারদের কাছে আলাদা জায়গা আছে। আধুনিক ডিজাইন ও ফিচার তরুণ প্রজন্মের কাছে বিরাট অপশন। এর ইকো-ফ্রেন্ডলি রাইডিং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে।
ভারতীয় বাইক মার্কেটে ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা দ্রুত বাড়ছে। এই সময়ে Royal Enfield Electric Bike (Flying Flea C6 ও Electric Himalayan) নিঃসন্দেহে নতুন মানদণ্ড স্থাপন করবে। স্টাইল, পারফরম্যান্স এবং ব্র্যান্ড ভ্যালুর মিশেলে এটি হয়ে উঠবে ভবিষ্যতের বাইক।