/indian-express-bangla/media/media_files/2024/12/21/nNR6Y35pNLU8X6dfG2FG.jpg)
এক রিচার্জেই ১ বছরের ফ্রি কলিংয়ের সঙ্গে পান ৬০০ জিবি ডেটা ও SMS সুবিধা!
BSNL 600 GB Data Plan: প্রতি মাসে রিচার্জের ঝামেলা থেকে মিলবে মুক্যি! BSNL- নিয়ে এল ১,৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান: এক রিচার্জেই ১ বছরের ফ্রি কলিংয়ের সঙ্গে পান ৬০০ জিবি ডেটা ও SMS সুবিধা!
আপনি কি প্রতি মাসে রিচার্জের ঝামেলায় বিরক্ত? আপনার জন্য রয়েছে বিএসএনএলের দুর্দান্ত একটি রিচার্জ প্ল্যান! সরকারি টেলিকম সংস্থা BSNL নিয়ে এসেছে ১,৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যান, যেখানে একবার রিচার্জ করলেই আপনি পাবেন পুরো ৩৬৫ দিনের বৈধতা, অর্থাৎ এক বছর রিচার্জের টেনশন থেকে মিলবে পুরোপুরি রেহাই। সেই সঙ্গে পাবেন ৬০০ জিবি ডেটা।
ভ্যাপসা গরম থেকে চিরতরে মুক্তি! শক্তিশালী কুলিং-সহ এগুলিই বাজারের সেরা ইনভার্টার AC
এক নজরে দেখে নেওয়া যাক কী কী সুবিধা মিলবে নয়া এই প্ল্যানে?
৩৬৫ দিন বৈধতা – একবার রিচার্জেই পুরো বছর নিশ্চিন্তে ব্যবহার।
৬০০GB হাই-স্পিড ডেটা – প্রতি মাসে গড়ে ৫০GB-এর বেশি ডেটা।
ডেটা শেষ হলেও কানেক্টিভিটি থাকবে – ৪০ Kbps গতিতে চলবে UPI ও মেসেজিং অ্যাপস।
সকল নেটওয়ার্কে আনলিমিটেড কলিং – দৈনিক বা মাসিক কোনও সীমাবদ্ধতা নেই।
প্রতিদিন ১০০টি SMS ফ্রি – OTP, ব্যাঙ্কিং, সরকারি নোটিফিকেশন বা পার্সোনাল মেসেজের জন্য যথেষ্ট।
অতিরিক্ত সুবিধা – ফ্রি কলার টিউন ও BSNL-এর Zing অ্যাপের অ্যাক্সেস।
কাদের জন্য উপযুক্ত এই প্ল্যান?
যারা BSNL প্রাইমারি সিম হিসেবে ব্যবহার করেন এবং প্রচুর কল ও ডেটা ব্যবহার করেন।
দ্বিতীয় সিম হিসেবে দীর্ঘ মেয়াদি রিচার্জ খুঁজছেন।
গ্রামীণ বা সীমিত ইন্টারনেট সুবিধাযুক্ত এলাকা যেখানে ওয়াই-ফাই নেই।
যারা নিরবচ্ছিন্ন কানেক্টিভিটি চাইছেন তাদের জন্যও এই প্ল্যানটি একটি দুর্দান্ত বিকল্প। তাই বারবার রিচার্জ নয়, একবারেই সারা বছরের নিশ্চিন্ত পরিষেবা চাইলে BSNL-এর ১,৯৯৯ টাকার এই প্ল্যানটি হতে পারে আপনার সেরা চয়েস।