Driving License Free Electric Scooters: চা-সিগারেট খরচের থেকেও কমে অফিস-বাড়ি! লাগবে না কোন লাইসেন্সও,দুর্দান্ত মাইলেজের সঙ্গে পান নজরকাড়া ফিচার

Driving License Free Electric Scooters: ড্রাইভিং লাইসেন্স ছাড়াই রাস্তায় অবাধে চালান এই ইলেকট্রিক স্কুটার! দুর্দান্ত মাইলেজের সঙ্গে নজরকাড়া ডিজাইন চোখ ফেরাতে পারবেন না।

Driving License Free Electric Scooters: ড্রাইভিং লাইসেন্স ছাড়াই রাস্তায় অবাধে চালান এই ইলেকট্রিক স্কুটার! দুর্দান্ত মাইলেজের সঙ্গে নজরকাড়া ডিজাইন চোখ ফেরাতে পারবেন না।

author-image
IE Bangla Tech Desk
New Update
electric scooter under 70,000

ড্রাইভিং লাইসেন্স ছাড়াই রাস্তায় অবাধে চালান এই ইলেকট্রিক স্কুটার!

Driving License Free Electric Scooters: ড্রাইভিং লাইসেন্স ছাড়াই রাস্তায় অবাধে চালান এই   ইলেকট্রিক স্কুটার! দুর্দান্ত মাইলেজের সঙ্গে নজরকাড়া ডিজাইন চোখ ফেরাতে পারবেন না। 

Advertisment

নতুন টু-হুইলার কিনতে চাইছেন? কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেই? চিন্তার কিছু নেই! দেশে এখন এমন অনেক  লো-স্পিড ইলেকট্রিক স্কুটার রয়েছে, যেগুলো চালাতে ড্রাইভিং লাইসেন্স, আরটিও রেজিস্ট্রেশন বা বীমার প্রয়োজন নেই। বিশেষ করে মহিলা ও পড়ুয়াদের জন্য এগুলি একাধারে যেমন নিরাপদ তেমনই সহজলভ্য।  

কেন লাইসেন্স লাগবে না? 
ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের নিয়ম অনুযায়ী, যেসব ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি ২৫ কিমি/ঘন্টা এবং মোটর শক্তি ২৫০ ওয়াট বা তার কম, সেগুলোকে মোটর ভেহিকলের আইনের আওতায় ধরা হয় না। তাই এই গাড়িগুলির জন্য লাইসেন্স, রেজিস্ট্রেশন বা ইন্স্যুরেন্স প্রয়োজন হয় না।

Advertisment

আরও পড়ুন- বিমানে যাত্রী সুরক্ষায় কেন দেওয়া হয়না প্যারাসুট? পিছনে কী কারণ? জানলে চমকে যাবেন

লাইসেন্স ছাড়াই চালানো যায় এমন ৫টি সেরা ইলেকট্রিক স্কুটার

 Hero Electric Flash

মোটর: 250W BLDC

রেঞ্জ: একবার চার্জে 85 কিমি

ব্যাটারি: 48V 28Ah লিথিয়াম-আয়ন

দাম: 59,640 টাকা (এক্স-শোরুম)

বিশেষত্ব: হালকা ওজনের ডিজাইন, শহুরে রাইডিংয়ের জন্য বিশেষ উপযুক্ত

Okinawa Lite

মোটর: 250W

ব্যাটারি: 1.25 kWh অপসারণযোগ্য লিথিয়াম-আয়ন

রেঞ্জ: 60 কিমি

চার্জিং সময়: ৪-৫ ঘণ্টা

দাম: 69,093 টাকা। 

ফিচার ডিজিটাল ড্যাশবোর্ড, LED হেডলাইট, আকর্ষণীয় ডিজাইন

Kinetic Green Zing Big B

ব্যাটারি: 1.7 kWh

রেঞ্জ: 100 কিমি (একবার চার্জে)

দাম: 75,990 টাকা 

ফিচার: রিমোট লকিং, ডিস্ক ব্রেক, হোম চার্জিং সুবিধা

Ola Gig

মোটর: 250W

ব্যাটারি: 1.5 kWh অপসারণযোগ্য

রেঞ্জ: 112 কিমি

দাম: 39,999 টাকা থেকে শুরু

বিশেষত্ব: শহুরে যাতায়াতের জন্য উপযুক্ত, সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে এই ই-স্কুটার। 

Okinawa R30

মোটর: 250W

রেঞ্জ: 60 কিমি

চার্জিং সময়: ৪-৫ ঘণ্টা

দাম: ₹61,998

ওয়ারেন্টি: ব্যাটারিতে ৩ বছরের ওয়ারেন্টি

কারা ব্যবহার করতে পারেন?

যারা ড্রাইভিং লাইসেন্স পাননি

স্কুল বা কলেজ পড়ুয়া  

বয়স্ক এবং মহিলারা

আরও পড়ুন- ভ্যাপসা গরম থেকে চিরতরে মুক্তি! শক্তিশালী কুলিং-সহ এগুলিই বাজারের সেরা ইনভার্টার AC

Electric scooter Electric Vehicle