BSNL Rs 298 Recharge Plan: পুজো স্পেশ্যাল ধামাকা রিচার্জ অফার BSNL-র, jio-Airtel-এর ঘুম উড়ল সস্তার এই প্ল্যানে

BSNL Rs 298 Recharge Plan: গত কয়েক মাসে, Jio, Airtel এবং Vi-তাদের রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়েছে। এর পর থেকে লাখো মানুষ সস্তার বিএসএনএল-এ স্যুইচ করেছেন। সীমাহীন কলিংয়ের সঙ্গে পান ডেটা! ৫২ দিনের স্পেশ্যাল রিচার্জ প্ল্যান লঞ্চ করল BSNL।

BSNL Rs 298 Recharge Plan: গত কয়েক মাসে, Jio, Airtel এবং Vi-তাদের রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়েছে। এর পর থেকে লাখো মানুষ সস্তার বিএসএনএল-এ স্যুইচ করেছেন। সীমাহীন কলিংয়ের সঙ্গে পান ডেটা! ৫২ দিনের স্পেশ্যাল রিচার্জ প্ল্যান লঞ্চ করল BSNL।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL Recharge Plan:

৫২ দিনের স্পেশ্যাল রিচার্জ প্ল্যান লঞ্চ করল BSNL।

BSNL Rs 298 Recharge Plan: BSNL শীঘ্রই তার 4G এবং 5G পরিষেবা শুরু করতে চলেছে। এনিয়ে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। জুলাইয়ের পর থেকে বাজারে যেভাবে দাপট দেখাতে শুরু করেছে BSNL, তা আজও অব্যাহত রয়েছে। BSNL শীঘ্রই তার 4G এবং 5G পরিষেবা চালুর পথে।  গত কয়েক মাসে, Jio, Airtel এবং Vi-তাদের রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়েছে।  এর পর থেকে লাখো মানুষ সস্তার বিএসএনএল-এ স্যুইচ করেছেন। সীমাহীন কলিংয়ের সঙ্গে পান ডেটা! ৫২ দিনের স্পেশ্যাল রিচার্জ প্ল্যান লঞ্চ করল BSNL।

Advertisment

200Mbps স্পিডে পান 5000GB ডেটা,ইন্টারনেট চলবে রকেটের গতিতে, শোরগোল ফেলা অফার BSNL-র

BSNL তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে 298 টাকার রিচার্জ প্ল্যানের সঙ্গে কলিং এবং ডেটার সুবিধা।  ভারত সঞ্চার নিগম লিমিটেড তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে 52 দিনের বৈধতা একটি বিশেষ রিচার্জ প্ল্যান।298 টাকার রিচার্জ প্ল্যানের সাথে কলিং এবং ডেটা উভয় সুবিধাই পাবেন ইউজাররা।  

Advertisment

আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড ডেটা সহ BSNL-এর এই প্রিপেড প্ল্যানটি 52 দিনের বৈধতার সাথে আসে। প্রতিদিন 1GB ডেটার পাশাপাশি প্রতিদিন 100টি SMS সুবিধা রয়েছে। এই প্ল্যানটিতে Eros Now বিনোদন পরিষেবাগুলির ফ্রি মেম্বারশিপও অন্তর্ভুক্ত রয়েছে৷ BSNL-এর আরেকটি রিচার্জ প্ল্যান রয়েছে যার দাম 797 টাকা। এই প্ল্যানের বৈধতা 300 দিন।  এই প্ল্যানে, প্রথম 60 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাওয়া যাচ্ছে। এই সময়ের মধ্যে, আপনি প্রথম 60 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন। এছাড়াও প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হবে। এই সময়ের মধ্যে ব্যবহারকারীরা 100টি বিনামূল্যের SMS সুবিধা পাবেন।

লঞ্চের প্রথম সপ্তাহেই রেকর্ড বুকিং, ডিজাইন থেকে মাইলেজে আলোড়ণ ফেলল Revolt ই-বাইক

 

bsnl bsnl plan