Revolt RV1: দিনে দিনে বাড়ছে ইলেকট্রিক বাইক-স্কুটারের চাহিদা। সেকথা মাথায় রেখে একের পর এক কোম্পানি নিয়ে আসছে সেরা ফিচার্স ও দুর্দান্ত রেঞ্জ সহ অত্যাধুনিক ইলেকট্রিক বাইক। সেই তালিকায় এবার জুড়ল Revolt RV1, ভারতীয় বাজারে এই বৈদ্যুতিক মোটরবাইক আলোড়ন সৃষ্টি করেছে! এক সপ্তাহতেই ১৬ হাজার ইউনিট বুকিং হয়েছে বলে রিপোর্ট অনুসারে জানা গিয়েছে। Revolt RV1 দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। বেস ভেরিয়েন্টের দাম 84,990 টাকা (এক্স-শোরুম) এবং প্রিমিয়াম মডেলের দাম 99,990 টাকা (এক্স-শোরুম)।
পেট্রোল ভরার 'টেনশন' শেষ! রোজের ব্যবহারের জন্য সেরা এই ই-বাইক, দাম মাত্র ৭৫ হাজার
Revolt সম্প্রতি ভারতে তার সর্বশেষ ই-মোটরসাইকেল, RV1 লঞ্চ করেছে। কোম্পানির দাবি এই মডেল বাজারে আলোড়ণ ফেলেছে। বৈদ্যুতিক মোটরবাইকটি লঞ্চের প্রথম সপ্তাহের মধ্যে ১৬,হাজার ইউনিট বুকিং হয়েছে যা এক কথায় অভূতপূর্ব। Revolt RV1-এ দুটি ব্যাটারি বিকল্প অফার করছে। ছোট ব্যাটারি প্যাকটি ১০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। যখন বড় প্যাকটি সিঙ্গেল চার্জে ১৬০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে বলেই কোম্পানির দাবি। Revolt RV1-দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। বাইকের বেস ভেরিয়েন্টের দাম 84,990 টাকা (এক্স-শোরুম) এবং প্রিমিয়াম মডেলের দাম 99,990 টাকা (এক্স-শোরুম)।
এসি চালানোর সময় এই 'ভুল'গুলি করবেন না, পান 'বাম্পার' কুলিং, চাঙ্গা থাকবে কম্প্রেসর!
Revolt RV1-এর 2.2 kWh ব্যাটারি ভেরিয়েন্টটি সিঙ্গেল চার্জে ১০০ কিমি রেঞ্জ অফার করে। যেখানে 3.24 kWh ব্যাটারি প্যাকটি সিঙ্গেল চার্জে ১৬০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে৷ উভয় ভেরিয়েন্টই রয়েছে IP67 রেটিং। এই বাইকে একটি 2.8 কিলোওয়াট মিড-মোটর এবং একটি চেইন ড্রাইভ সিস্টেম রয়েছে। রেভল্টের পেলোড ক্ষমতা 250 কেজি। ই-মোটরবাইকটি দুই ঘণ্টা ১৫ মিনিটে শূন্য থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারে। ই-মোটরসাইকেলটি ডুয়াল ডিস্ক ব্রেক, একাধিক স্পিড মোড রয়েছে।