'প্রস্তুত থাকো ভারত', এক্স হ্যান্ডেলের পোস্টে বিরাট সারপ্রাইজ BSNL-এর

দীর্ঘ অপেক্ষার অবসান! রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিরাট চমক।

দীর্ঘ অপেক্ষার অবসান! রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিরাট চমক।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL

BSNL গ্রাহকদের জন্য সুখবর

BSNL গ্রাহকদের জন্য সুখবর, ২৭ সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে BSNL ৪জি পরিষেবা

Advertisment

দীর্ঘ অপেক্ষার অবসান! রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিরাট চমক। দ্রুত নেটওয়ার্ক পরিষেবা চালু করতে যাচ্ছে। BSNL জানিয়েছে, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে মিলবে সংস্থার ৪জি পরিষেবা। সম্প্রতি কোম্পানি অফিসিয়াল এক্স (পূর্বের টুইটার) অ্যাকাউন্টে এই ঘোষণা করেছে। 

BSNL -এর তরফে এক অফিশিয়াল বিবৃতিতে বলা হয়েছে  "এটি আমাদের দেশীয় প্রযুক্তি, যা ২৭ সেপ্টেম্বর থেকে সারা দেশে চালু করা হচ্ছে।" BSNL এক্সে প্রকাশিত পোস্টে উল্লেখ করেছে "ভারত প্রস্তুত থাকো! ২৭ সেপ্টেম্বর থেকে BSNL  ভারতের সংযোগের ধরণ বদলে দেবে। স্বদেশী ডিজিটাল ইন্ডিয়ার একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে।"

Advertisment

পুজোয় এবার বিরাট অফার, প্রিয়জনের সঙ্গে ২ মাসের বেশি সময় কথা বলুন ফ্রি'তেই, বড় ঘোষণা...

BSNL ইতিমধ্যেই দিল্লিতে তাদের ৪জি পরিষেবা চালু করেছে। দেশজুড়ে ১ লাখ ৪জি মোবাইল টাওয়ার স্থাপনের জন্য BSNL ইতিমধ্যেই  ২৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এর পর আরও ১ লাখ টাওয়ার স্থাপনের পরিকল্পনা রয়েছে সংস্থা। নেটওয়ার্ক সরঞ্জামের জন্য কোম্পানি টিসিএস ও সি-ডটের সাথে অংশীদারিত্ব করেছে। পরিকাঠামো আরও উন্নত করার জন্য অতিরিক্ত ৪৭,০০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে BSNL 

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি লাল কেল্লা থেকে ৬জি প্রযুক্তির ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ৬জি পরিষেবা চালু করা একটি মিশন মোডে কাজ করছে এবং ভারত বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে একটি হতে চায় যারা ৬জি পরিষেবা চালু করবে।

ফেসবুক থেকে কীভাবে আয় করবেন? মাত্র ১০০০ ভিউয়েই এত টাকা? জানলে চমকে যাবেন

BSNL recharge plan bsnl plan bsnl