Facebook Monetization: ফেসবুক থেকে কীভাবে আয় করবেন? মাত্র ১০০০ ভিউয়েই এত টাকা? জানলে চমকে যাবেন

Facebook video earnings: ফেসবুক থেকে আয় করতে হলে প্রথমে আপনার অ্যাকাউন্ট মনিটাইজ করতে হবে। এরপরই আয় শুরু সম্ভব। শুধুমাত্র বিনোদন নয়, ফেসবুক এখন অনেকের কাছেই একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস।

Facebook video earnings: ফেসবুক থেকে আয় করতে হলে প্রথমে আপনার অ্যাকাউন্ট মনিটাইজ করতে হবে। এরপরই আয় শুরু সম্ভব। শুধুমাত্র বিনোদন নয়, ফেসবুক এখন অনেকের কাছেই একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস।

author-image
IE Bangla Tech Desk
New Update
Facebook video earnings

ফেসবুক থেকে কীভাবে আয় করবেন?

Facebook Monetization: ফেসবুক থেকে কীভাবে আয় করবেন? মাত্র ১০০০ ভিউয়েই এত টাকা? জানলে চমকে যাবেন 

Advertisment

আরও পড়ুন- এক চার্জেই দিঘা-কলকাতা আপ-ডাউন! Royal Enfield কে টেক্কা দেবে এই প্রিমিয়াম ই-বাইক

আজকাল প্রায় সকলেই সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন। কেউ ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা রিল এবং ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা উপার্জন করছেন। ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে কনটেন্ট ক্রিয়েটররা ভিউয়ের ওপর ভিত্তি করে অর্থ আয় করতে পারেন। শুধুমাত্র বিনোদন নয়, ফেসবুক এখন অনেকের কাছেই একটি গুরুত্বপূর্ণ আয়ের উৎস।

Advertisment

আরও পড়ুন- কেন গাড়ির স্টিয়ারিং ডান দিকে থাকে? ৯৯% মানুষের কাছেই উত্তরটা অজানা

ফেসবুক থেকে আয় করতে হলে প্রথমে আপনার অ্যাকাউন্ট মনিটাইজ করতে হবে। এরপরই আপনার তৈরি ভিডিওগুলো থেকে আয় শুরু হবে। ফেসবুকের আয়ের হার সরাসরি নির্ভর করে ভিডিওর ভিউ, লাইক, শেয়ার, কমেন্ট, দর্শকদের অবস্থান এবং বিজ্ঞাপনের উপর। অর্থাৎ, দর্শক কোন দেশ থেকে আপনার ভিডিওটি দেখছে এবং বিজ্ঞাপন কতটা কার্যকর হচ্ছে—সবকিছুইর উপরই আয় নির্ভর করে।

রিপোর্ট অনুসারে, প্রতি ১,০০০ ভিউয়ে গড়ে ২ থেকে ১০ ডলার (প্রায় ১৭৫ থেকে ৮৭৯ টাকা) আয় করা সম্ভব। তবে এটি সবসময় বা সবার জন্য একই রকম হয় না। ২০২৫ সালে ফেসবুক রিল থেকে আয় আরও বৃদ্ধি পেয়েছে, যেখানে হাই কোয়ালিটি কনটেন্ট থেকে ১৫ থেকে ৫০ টাকা পর্যন্ত আয় করা সম্ভব।

আরও পড়ুন- এবার ভাঁজ করা আইফোন বাজারে আনছে অ্যাপল, এর বৈশিষ্ট্যগুলো অবাক করার মত

ফেসবুক থেকে আয় বাড়ানোর কয়েকটি উপায়ও আছে। ভিডিওতে প্রদর্শিত বিজ্ঞাপনে যত বেশি ক্লিক হবে, আপনার আয় তত বাড়বে। এছাড়া, যদি দর্শকরা উন্নত দেশে যেমন ইউরোপ বা আমেরিকা থেকে আপনার ভিডিও দেখেন, তাহলে আয় আরও বেশি হবে। ভিডিওর মান এবং দর্শকের সাথে সরাসরি সংযোগ—যেমন কমেন্ট, রিপ্লাই ও আয়ের ওপর প্রভাব ফেলে।

ফলে, মাত্র কয়েক মিনিটের ভিডিও হলেও সঠিক কৌশল এবং আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে ফেসবুক থেকে সহজেই আয় করা সম্ভব, এমনকি মাত্র ১,০০০ ভিউতেই।

আরও পড়ুন- মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নথি, স্প্রেডশিট, প্রেজেন্টেশনের জন্য Zoho ব্যবহার করতে চান, কী এই জোহো?

Facebook Reels Facebook Facebook Post