BSNL 160 Days Recharge Plan: বেসরকারি টেলিকম কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে BSNL একের পর এক নতুন প্রিপেইড প্ল্যান চালু করছে। সম্প্রতি, কোম্পানি এমন অনেক প্ল্যান নিয়ে এসেছে যাতে গ্রাহকরা পাচ্ছেন প্রচুর পরিমাণে ডেটা এবং অন্যান্য সুবিধা। এবং সেই সব রিচার্জ প্ল্যানের দাম খুবই কম।
সম্প্রতি কোম্পানিটি তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন রিচার্জ প্ল্যানও চালু করেছে যেখানে ইউজাররা পেয়ে যাচ্ছেন ৫ মাসের ভ্যালিডিটি। সেই সঙ্গে প্রতিদিন ২ জিবি ডেটাও। আসুন এই দুর্দান্ত প্ল্যানের দাম এবং সুবিধাগুলি এক নজরে দেখে নেওয়া যাক...
BSNL-এর ৯৯৭ টাকার প্ল্যান
আসলে, কিছুদিন আগে BSNL তাদের X অ্যাকাউন্টে পোস্ট করে এই নতুন প্ল্যানটি সম্পর্কে জানিয়েছিল। এই নতুন প্ল্যানটির দাম 997 টাকা। যেখানে আপনি অনেক সুবিধা পাচ্ছেন। এছাড়াও, এই প্ল্যানে আপনি 5 মাস অর্থাৎ 160 দিনের ভ্যালিডিটিও পাবেন।
এছাড়াও, এই প্ল্যানে, কোম্পানি ব্যবহারকারীদের প্রতিদিন 2GB হাই-স্পিড ডেটা দিচ্ছে। এছাড়াও, এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 টি SMS পাঠানোর সুবিধাও রয়েছে। এই সমস্ত সুবিধা সহ, এই প্ল্যানটি গ্রাহকদের কাছে খুবই স্পেশ্যাল।
জিও-এয়ারটেলের এমন কোনও রিচার্জ প্ল্যান নেই
জিও-এয়ারটেলের এমন কোনও প্ল্যান নেই যেখানে আপনি পুরো ৫ মাসের মেয়াদ পাবেন। তবে, জিও ৮৯৯ টাকার একটি প্ল্যানও অফার করছে যেখানে আপনি ৯০ দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানটিতে প্রতিদিন ২ জিবি ডেটা এবং অতিরিক্ত ২০ জিবি ডেটাও অফার করা হচ্ছে। অন্যদিকে এয়ারটেল ৯৭৯ টাকার একটি প্ল্যান অফার করছে যেখানে আপনি প্রতিদিন ২ জিবি ডেটা এবং যার ভ্যালিডিটি ৮৪ দিন।