Oben Rorr EZ Bike: এক কাপ চায়ের দামে অফিস-বাড়ি, ডিজাইন থেকে মাইলেজ সবেতেই সেরা, ঝড় তুলেছে এই ই-বাইক

Oben Rorr EZ Bike Launch: দেশের বাজারে হুহু করে বাড়ছে ইলেকট্রিক স্কুটার-বাইকের চাহিদা। সেকথা মাথায় রেখে একের পর এক সংস্থা লঞ্চ করছে ব্র্যান্ডের চোখ ধাঁধানো ইলেকট্রিক স্কুটার-বাইক। এই আবহে দেশে সুনামি তুলে লঞ্চ হতে চলেছে ১৭৫ কিলোমিটার রেঞ্জ সহ Oben Rorr EZ ইলেকট্রিক বাইক।

Oben Rorr EZ Bike Launch: দেশের বাজারে হুহু করে বাড়ছে ইলেকট্রিক স্কুটার-বাইকের চাহিদা। সেকথা মাথায় রেখে একের পর এক সংস্থা লঞ্চ করছে ব্র্যান্ডের চোখ ধাঁধানো ইলেকট্রিক স্কুটার-বাইক। এই আবহে দেশে সুনামি তুলে লঞ্চ হতে চলেছে ১৭৫ কিলোমিটার রেঞ্জ সহ Oben Rorr EZ ইলেকট্রিক বাইক।

author-image
IE Bangla Tech Desk
New Update
Oben Rorr ez,electric bike 2025,175 km range bike,Oben EZ,Oben Rorr EZ launched, electric bike 2025, 175 km range bike, Oben EZ features, Oben electric motorcycle,

ওবেন ইলেকট্রিক তাদের পরবর্তী প্রজন্মের হাই-পারফরম্যান্স বাইক Rorr EZ ৫ আগস্ট ২০২৫ তারিখে লঞ্চ করতে চলেছে।

Oben Rorr EZ Bike Price and Spcs: দেশের বাজারে হুহু করে বাড়ছে ইলেকট্রিক স্কুটার-বাইকের চাহিদা। সেকথা মাথায় রেখে একের পর এক সংস্থা লঞ্চ করছে ব্র্যান্ডের চোখ ধাঁধানো ইলেকট্রিক স্কুটার-বাইক। এই আবহে দেশে সুনামি তুলে লঞ্চ হতে চলেছে ১৭৫ কিলোমিটার রেঞ্জ সহ Oben Rorr EZ ইলেকট্রিক বাইক। এই অত্যাধুনিক বাইকে থাকছে লেটেস্ট ফিচারও। থাকবে জিও-ফেন্সিং এবং অ্যান্টি-থেফটের মতো বৈশিষ্ট্য।

Advertisment

রাখিতে চমকে দিন দিদি-বোনকে, বাজারের নজরকাড়া স্মার্টওয়াচ এখন জলের দরে

ওবেন ইলেকট্রিক তাদের পরবর্তী প্রজন্মের হাই-পারফরম্যান্স বাইক Rorr EZ ৫ আগস্ট ২০২৫ তারিখে লঞ্চ করতে চলেছে। এই বাইকটি প্রথম ২০২৪ সালের নভেম্বরে লঞ্চ হয়েছিল, কিন্তু এখন এটি একটি আপডেটেড ভার্সন হিসেবে বাজারে আসবে, যাতে আগের চেয়ে উন্নত ব্যাটারি এবং স্মার্ট বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকবে। কোম্পানি জানিয়েছে একই দিন থেকে শুরু হবে বাইকটির বুকিং। ডেলিভারি ১৫ আগস্ট, ২০২৫ থেকে শুরু হবে।

Advertisment

ঘুষি মারা থেকে শুরু করে পাহাড়ে ওঠা সবেতেই দক্ষ বিশেষ এই AI রোবট! ইলন মাস্ককে জোর টক্কর চিনা সংস্থার

এই বাইকটিতে, কোম্পানিটি নিজস্ব উন্নত LFP ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করেছে, যা কেবল আগের তুলনায় ৫০% বেশি তাপ প্রতিরোধী নয় বরং এর ব্যাটারির আয়ু দ্বিগুণ হবে বলেও জানা গেছে। এই বাইকটি দুটি ব্যাটারি ভেরিয়েন্টে পাওয়া যাবে। প্রথমটি হল 3.4 kWh ভার্সন, যার দাম 1,19,999 টাকা এবং দ্বিতীয়টি হল 4.4 kWh ভার্সন, যার দাম 1,29,999 টাকা। এই বৈদ্যুতিক মোটরসাইকেলটি 175 কিলোমিটার রেঞ্জ প্রদান করবে বলে কোম্পানির দাবি। অত্যাধুনিক এই বাইকের সর্বোচ্চ গতি 95 কিলোমিটার প্রতি ঘণ্টা। এই বাইকটি মাত্র 3.3 সেকেন্ডে 0 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৌঁছাতে সক্ষম এবং 52Nm টর্ক জেনারেট করে যা রাইডিং অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তুলবে।

WhatsApp-এর সবচেয়ে অবাক করা ফিচার! রাতের অন্ধকারে পান চাঁদের মত উজ্জ্বল ছবি

Oben Rorr EZ মডেলে থাকতে চলেছে প্রচুর স্মার্ট বৈশিষ্ট্যও। এতে জিও-ফেন্সিং, অ্যান্টি-থেফট সুরক্ষা, ইউনিফাইড ব্রেক অ্যাসিস্ট (UBA) এবং ড্রাইভ অ্যাসিস্ট সিস্টেম (DAS) এর মতো উন্নত প্রযুক্তিগত বৈশিষ্ট্য রয়েছে। ডিজাইনের দিক থেকেও বাইকটি দেখে চোখ ফেরাতে পারবেন না আপনি,এমনই দাবি সংস্থার।এই ই-বাইকটি চারটি নতুন আকর্ষণীয় রঙে পাওয়া যাবে, যার মধ্যে রয়েছে - Electro Amber, Surge Cyan, Lumina Green এবং Photon White।

শুরু হল OnePlus-এর ধামাকা সেল!দুর্দান্ত ছাড়ে OnePlus 13 সিরিজ থেকে, Nord 5, Pad Lite কেনার বাম্পার সুযোগ

Electric scooter electric bike