BSNL-Jio-Airtel-Vi 365 Days Plan: প্রতিযোগিতার বাজারে জোর টক্কর! ২০০ টাকারও কমে গোটা বছরের বৈধতা, কীভাবে?

BSNL-Jio-Airtel-Vi 365 Days Plan: ক্রমবর্ধমান গ্রাহকের চাহিদা মেটাতে একের পর এক সস্তা ও দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান নিয়ে আসছে সংস্থাগুলি। এই দৌড়ে বিএসএনএল, এয়ারটেল ও জিও-র মধ্যে চলছে জোর টক্কর।

BSNL-Jio-Airtel-Vi 365 Days Plan: ক্রমবর্ধমান গ্রাহকের চাহিদা মেটাতে একের পর এক সস্তা ও দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান নিয়ে আসছে সংস্থাগুলি। এই দৌড়ে বিএসএনএল, এয়ারটেল ও জিও-র মধ্যে চলছে জোর টক্কর।

author-image
IE Bangla Tech Desk
New Update
BSNL 1999 টাকার প্রিপেইড প্ল্যান BSNL এক বছরের রিচার্জ অফার BSNL 600GB ডেটা প্ল্যান BSNL আনলিমিটেড কলিং ও এসএমএস Airtel 2249 টাকার বার্ষিক প্ল্যান Airtel সস্তা এক বছরের রিচার্জ Airtel 30GB ডেটা প্ল্যান Airtel Perplexity Pro ফ্রি অফার Jio 3599 টাকার লং টার্ম প্ল্যান Jio 912GB ডেটা প্ল্যান Jio Hotstar ফ্রি সাবস্ক্রিপশন লং টার্ম প্রিপেইড প্ল্যান তুলনা BSNL বনাম Airtel বনাম Jio প্ল্যান সেরা এক বছরের প্রিপেইড রিচার্জ ২০২৫ সালের সস্তা বার্ষিক ডেটা প্ল্যান

প্রতিযোগিতার বাজারে জোর টক্কর!

BSNL-Jio-Airtel-Vi 365 Days Plan:  টেলিকম বাজারে প্রতিযোগিতা তুঙ্গে। ক্রমবর্ধমান গ্রাহকের চাহিদা মেটাতে একের পর এক সস্তা ও দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান নিয়ে আসছে সংস্থাগুলি। এই দৌড়ে বিএসএনএল, এয়ারটেল ও জিও-র মধ্যে চলছে জোর টক্কর।

Advertisment

ট্রেন ছাড়ার মাত্র ১৫ মিনিট আগেই টিকিট কনফার্ম হবে, কীভাবে করবেন বুকিং? জানুন এক ক্লিকেই

বিএসএনএল-এর ১৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি হয়ে উঠেছে গ্রাহকদের জন্য বড় ধামাকা। এক বছরের বৈধতার এই প্ল্যানে মিলছে ৬০০ জিবি হাই স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস। দেশের সব সার্কেলে পাওয়া যাচ্ছে এই অফার। একবার রিচার্জ করলে বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মিলবে মুক্তি।

Advertisment

এদিকে, এয়ারটেলের ৩৬৫ দিনের বৈধতার সবচেয়ে সস্তা প্ল্যানের দাম ২২৪৯ টাকা। এতে রয়েছে মোট ৩০ জিবি হাই স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং ও ৩৬০০ এসএমএস। অতিরিক্ত সুবিধায় মিলছে স্প্যাম অ্যালার্ট, প্রতি ৩০ দিনে একবার বিনামূল্যে হ্যালোটিউন এবং এক বছরের জন্য Perplexity Pro-তে ফ্রি অ্যাক্সেস।

জিও’র ক্ষেত্রে ৩৬৫ দিনের কোন সস্তা প্ল্যান নেই। সংস্থার দীর্ঘমেয়াদি প্ল্যানের দাম ৩৫৯৯ টাকা, যেখানে প্রতিদিন ২.৫ জিবি হারে মোট ৯১২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা পাওয়া যায়। সঙ্গে রয়েছে ৯০ দিনের জন্য জিও হটস্টার অ্যাক্সেস ও ৫০ জিবি ক্লাউড স্টোরেজ।

মাথায় হাত জিও-এয়ারটেলের! এত সস্তায় আনলিমিটেড কল-ডেটা? ভাবার বাইরে অফারের ঝলক

bsnl bsnl plan BSNL JiO BSNL recharge plan Jio-airtel-Vi-BSNL BSNL 5G