BSNL-Jio-Airtel-Vi 365 Days Plan: টেলিকম বাজারে প্রতিযোগিতা তুঙ্গে। ক্রমবর্ধমান গ্রাহকের চাহিদা মেটাতে একের পর এক সস্তা ও দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান নিয়ে আসছে সংস্থাগুলি। এই দৌড়ে বিএসএনএল, এয়ারটেল ও জিও-র মধ্যে চলছে জোর টক্কর।
বিএসএনএল-এর ১৯৯৯ টাকার প্রিপেইড প্ল্যানটি হয়ে উঠেছে গ্রাহকদের জন্য বড় ধামাকা। এক বছরের বৈধতার এই প্ল্যানে মিলছে ৬০০ জিবি হাই স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি এসএমএস। দেশের সব সার্কেলে পাওয়া যাচ্ছে এই অফার। একবার রিচার্জ করলে বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মিলবে মুক্তি।
এদিকে, এয়ারটেলের ৩৬৫ দিনের বৈধতার সবচেয়ে সস্তা প্ল্যানের দাম ২২৪৯ টাকা। এতে রয়েছে মোট ৩০ জিবি হাই স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং ও ৩৬০০ এসএমএস। অতিরিক্ত সুবিধায় মিলছে স্প্যাম অ্যালার্ট, প্রতি ৩০ দিনে একবার বিনামূল্যে হ্যালোটিউন এবং এক বছরের জন্য Perplexity Pro-তে ফ্রি অ্যাক্সেস।
জিও’র ক্ষেত্রে ৩৬৫ দিনের কোন সস্তা প্ল্যান নেই। সংস্থার দীর্ঘমেয়াদি প্ল্যানের দাম ৩৫৯৯ টাকা, যেখানে প্রতিদিন ২.৫ জিবি হারে মোট ৯১২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং ও প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধা পাওয়া যায়। সঙ্গে রয়েছে ৯০ দিনের জন্য জিও হটস্টার অ্যাক্সেস ও ৫০ জিবি ক্লাউড স্টোরেজ।